Murshidabad News: মালদহের বোমা বিস্ফোরণে আহতকে পুলিশ মুর্শিদাবাদের হাসপাতালে ভর্তি করল! কারণ নিয়ে বিতর্ক তুঙ্গে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
মালদহের কালিয়াচাকে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত হয় আলম শেখ। কিন্তু আশ্চর্যজনকভাবে তাকে নিকটবর্তী মালদহ মেডিকেল কলেজে না নিয়ে গিয়ে ভর্তি করা হয় দূরের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে
মুর্শিদাবাদ: ভোট পরবর্তী হিংসা অব্যাহত। কোথাও পরাজিত প্রার্থীদের উপর আক্রমণ হচ্ছে, আবার কোথাও বোমাবাজির মাধ্যমে ভীতি প্রদর্শনের চেষ্টা চলছে। তবে এবার মালদহতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে আহত হলেন এক ব্যক্তি। আহতকে তড়িঘড়ি করে ভর্তি করা হল পাশের জেলা মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে।
আরও পড়ুন: সীমান্তে ১২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার!
জানা গিয়েছে, মালদহের কালিয়াচকে বোমা বাঁধতে গিয়ে গুরুতর আহত হন আলম শেখ। এরপর তাকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। ওই আহত ব্যক্তি জানিয়েছেন, হঠাৎই বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। কিন্তু মালদহের কোনও হাসপাতালে ভর্তি না করে কেন জঙ্গিপুরে এনে ভর্তি করা হল তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। উল্লেখ্য বিস্ফোরণস্থল কালিয়াচকের বেশ কাছেই অবস্থিত মালদহ মেডিকেল কলেজ।
advertisement
advertisement
এদিকে আহত আলম শেখ জানান, টাকার বিনিময়ে তিনি মালদহের বৈষ্ণবনগর থেকে কালিয়াচকে বোম বাঁধতে গিয়েছিলেন। কিন্তু কোন রাজনৈতিক দলের হয়ে এই কাজ করছিলেন তা বলতে পারেননি। এই ঘটনার জেরে একজনের মৃত্যু হয়। আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। এরইমধ্যে মুর্শিদাবাদের সালারে কৌটো বোমা ফেটে আহত হয়েছে দুই শিশু।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 4:41 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মালদহের বোমা বিস্ফোরণে আহতকে পুলিশ মুর্শিদাবাদের হাসপাতালে ভর্তি করল! কারণ নিয়ে বিতর্ক তুঙ্গে