Murshidabad: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় গ্রাহকদের টাকা তছরুপের অভিযোগ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
জীবন্তি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখায় টাকা গ্রাহকদের টাকা তছরুপের অভিযোগ
কৌশিক অধিকারীঃ বহরমপুরঃ মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কান্দি থানার জীবন্তি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India) শাখার, পরিষেবা নিয়ে গ্রাহকদের একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরেই। কখনো আধার লিংক বা কখনো আপডেট। গত দুমাসের সবচেয়ে বড়ো অভিযোগ সাধারণ গ্রাহকরা সকাল থেকে টাকা তোলার জন্য ব্যাঙ্কে লাইন দিয়েও টাকা পায়না।
এবার বড়ো সড়ো অভিযোগ উঠলো, জীবন্তি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India) শাখার বিরুদ্ধে। দীর্ঘ এক বছর আগে ১৮ হাজার টাকা জমা করা হলেও এখনো সেই টাকা ব্যাঙ্কের বইয়ে জমা না হওয়ার অভিযোগ তুলেছে গ্রাহক শুভদ্রা মন্ডলের ছেলে শোপিনাথ মন্ডল। বুধবার ব্যাঙ্কে গিয়ে সুরাহা না পেয়ে সাংবাদিকদের বলেন "একবার ১০ হাজার টাকা, এবং একবার ৮ হাজার টাকা, ব্যাঙ্কে জমা করেছি প্রায় একবছর হলো কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট বইতে জমা হয়নি। গত দশ বারোদিন ধরে ব্যাঙ্কে বলছি কিন্তু দেখছি দেখছি করে ঘোরাচ্ছে। আমি দিনমজুর, কাজ বাদ দিয়ে আসছি। কোনো রকমে কষ্ট করে সংসার চলে " এ বিষয়ে জীবন্তি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখার ম্যানেজার সদুত্তর দিতে পারেন নি। সাংবাদিক পক্ষ থেকে প্রশ্ন করা হয়, "ম্যাডাম গরীব মানুষ ওরা, অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা জমা করা সত্ত্বেও পাশ বইয়ে জমা হয়নি এক বছর হয়ে গেল? রাগান্বিত হয়ে ম্যানেজার বলেন "আপনি কী ব্যাঙ্কের নিয়ম জানেন? যদিও শেষ পর্যন্ত শনিবার পর্যন্ত টাকা জমা করার আশ্বাস দেন। এখানেও প্রশ্ন উঠছে গরিব মানুষের টাকা নিয়ে ব্যাঙ্ক কী এভাবে গ্রাহকদের হয়রানি করাতে পারে?
view commentsLocation :
First Published :
December 16, 2021 4:13 PM IST