Murshidabad News: নৃশংস! সম্পত্তির লোভে ভাইকে হত্যা করল দাদা, মুর্শিদাবাদের ঘটনা জানলে হাড় হিম হয়ে যাবে

Last Updated:

সম্পত্তির লোভে ভাইকে হত্যা করল দাদা

মুর্শিদাবাদঃ ছাদ থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার মৃতের দাদা। শনিবারই তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম হজরত আলি। পারিবারিক সম্পত্তির ভাগ নিয়েই খুন বলে জানা গিয়েছে।
জানা যায়, শুক্রবার সকালে নিজের বাড়ির দোতলা ছাদ থেকে এক যুবকের গলার নলি কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধূলিয়ান পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডে। মৃত যুবকের নাম মোন্তাজ আলী মোমিন। গতকাল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
advertisement
advertisement
বাড়ির ছাদে এভাবে নলি কাটা দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয় গোটা ধূলিয়ান শহরে। তারপরেই কার্যত তদন্তে নামে সামসেরগঞ্জ থানার পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। কথাবার্তায় অসঙ্গতি হওয়ায় আটক করা হয় মৃত যুবকের বড় দাদা হজরত আলীকে। দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। তারপরেই কার্যত খুনের কথা স্বীকার করে মৃতের দাদা বলে জানা যায়।
advertisement
পারিবারিক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই ছোট ভাইকে প্রথমে ঘরে ঢুকে চাকু দিয়ে আঘাত করার পর তাকে  ছাদে নিয়ে গিয়ে খুন করেছে বলেই জরত আলী বলে জানা যায়। শনিবারই ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় সামসেরগঞ্জ থানার পুলিশ। এদিকে ধূলিয়ান শহরের মুখে এমন লোমহর্ষক কাহিনীতে কার্যত স্তম্ভিত হয়ে যান পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে আসে পরিবার ও পাড়া প্রতিবেশীদের মধ্যে। দোষীর শাস্তির দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: নৃশংস! সম্পত্তির লোভে ভাইকে হত্যা করল দাদা, মুর্শিদাবাদের ঘটনা জানলে হাড় হিম হয়ে যাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement