Murshidabad: ডোমকলের একটি বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Last Updated:
ভাড়া বাড়ি থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সুনিল কুন্ডু (৫৫) ও আন্না হালদার (৪২)।
ডোমকলঃ ভাড়া বাড়ি থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সুনিল কুন্ডু (৫৫) ও আন্না হালদার (৪২)। মুর্শিদাবাদের ডোমকল রমনা এলাকার পুরোনো বিডিও মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুনিল কুন্ডুর বাড়ি ডোমকলের অম্বরপুর এলাকায়। পেশায় ডোমকল ব্লকের খাদ্য দপ্তরের অস্থায়ী কর্মী। পাশাপাশি, তার স্ত্রী আন্না হালদার ও অঙ্গনওয়াড়ি কর্মী। আন্নার বাড়ি ডোমকলের মধুরকুল গ্রামে।বিগত দেড় বছর আগে আন্না হালদারের প্রথম পক্ষের স্বামী মারা যাবার পরেই সুনিল কুন্ডুর সাথে রেজিষ্ট্রি বিবাহ হয় তার। বিয়ের পর থেকেই ডোমকলের পুরোনো বিডিও মোড় সংলগ্ন এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করত সুনিল ও আন্না।যদিও সুনিলের এটা দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের দুই ছেলে ও এক মেয়ে আছে তার এবং তাদের সাথে যোগাযোগ কমে যায় এই দ্বিতীয় বিবাহের পর থেকেই। যাতে অন্নার সাথে বসবাস করতে অসুবিধা না হয়। সেদিকে খেয়াল রেখেই বিয়ের পরে ভাড়া বাড়িতে থাকতো দুজনেই । তবে বিয়ের পর থেকে বিভিন্ন কারণে মাঝে মধ্যে বিবাদ লেগে থাকতো তাদের। আর তার জেরেই মানষিক অশান্তি লেগেই ছিল।
গত সোমবার রাতে তাদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শোনা গেছিল বলে দাবি স্হানীয় বাসিন্দাদের। যদিও খানেক পর সব শান্ত হয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে পরিবারের লোকজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আন্না হালদারের পরিবারের লোকজন ঐ ভাড়া বাড়িতে খোঁজ করতে আসে মঙ্গলবার রাতে। বাড়ির মূল গেটের ভিতর দিক থেকে তালা দেখতে পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে।
advertisement
আরও পড়ুনঃ বোরখা পরে ফাইল চুরি! সুতির হারুয়া পঞ্চায়েত অফিসে ধুন্ধুমার কাণ্ড!
পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির মূল গেট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করতেই আন্না হালদারের মৃতদেহে নজর পড়ে। পাশের ঘরে থেকে উদ্ধার হয় সুনিল কুন্ডুর মৃতদেহ। \"রক্তাক্ত আন্না হালদারের মাথায় রয়েছে আঘাতের চিহ্ন, বাড়ি ময় রয়েছে কীটনাশকের গন্ধ, দেহের পাশ থেকে উদ্ধার হয় কিটনাশকের বোতল। ঘর থেকেই উদ্ধার হয়েছে দুটি সদ্য ভাঙ্গা চেয়ার\"। মৃতের বোন বলেন, \" দিদির দেহ দেখে অনুমান করা যাচ্ছে জামাইবাবু (সুনিল) আন্না হালদারকে খুন করে নিজেই আত্মঘাতী হয়েছে।\"
advertisement
advertisement
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে খোশ মেজাজে দেখা দিলেন দিলীপ ঘোষ! দেখুন..
মঙ্গলবার মধ্যরাতেই ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছেন পুলিশ । ঘটনার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
Koushik Adhikary
Location :
First Published :
June 01, 2022 9:55 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: ডোমকলের একটি বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়