Blood shortage in hospitals: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন হাসপাতালে রক্তের সংকটে সমস্যায় সাধারণ মানুষ 

Last Updated:

মুর্শিদাবাদ জেলার মেডিকেল কলেজ ও মহকুমা হাসপাতালে গুলি প্রায় রক্ত শূন্য। বর্তমানে জরুরি পরিষেবা সামাল দেওয়ার মত রক্ত বহু হাসপাতালে নেই। 

+
title=

মুর্শিদাবাদঃ গ্রীষ্মে রক্তের আকাল থাকে গোটা রাজ্য জুড়ে। তার মধ্যে চলছে পঞ্চায়েত নির্বাচনের পর্ব। পঞ্চায়েত ভোট ঘোষণা হবার পরই গোটা রাজ্য জুড়ে পুলিস ও রাজনৈতিক নেতাদের রক্তদান শিবিরের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে এবং তা অনুষ্ঠিত হবে ভোটের পরে। যার ফলে গোটা রাজ্যের বহু মেডিকেল কলেজ সহ হাসপাতাল গুলিতে রক্তের আকাল দেখা গিয়েছে।
সূত্রের খবর, রাজ্যের বহু হাসপাতাল, বিশেষত জেলার ও শহরতলীর মেডিকেল কলেজ-হাসপাতালের ব্লাড ব্যাংকগুলি রক্তশূন্যতায় ভুগছে। যার ফলে বিপদে পড়ছে থ্যালাসেমেলিয়া, ডায়ালিসিস রোগীরা। জেলা স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, মুর্শিদাবাদ জেলার মেডিকেল কলেজ ও মহকুমা হাসপাতালে গুলি প্রায় রক্ত শূন্য।
advertisement
advertisement
শুধু তাই ই নয় বর্তমানে কোথাও কোনও রক্তই নেই। এমনকি জরুরি পরিষেবা সামাল দেওয়ার মত রক্তও বহু হাসপাতালে নেই। হাসপাতাল সূত্রেই খবর, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাডব্যাঙ্ক একেবারে রক্তশূন্য। ওই হাসপাতালের এক আধিকারিক জানান, পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ায় পুলিস ও রাজনৈতিক রক্তদান শিবির গুলি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে হাসপাতাল রক্তশূন্য। জরুরি পরিষেবার ক্ষেত্রে ডোনার নিয়ে এসে রক্তের ব্যবস্থা করছে পরিবারের লোক।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Blood shortage in hospitals: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন হাসপাতালে রক্তের সংকটে সমস্যায় সাধারণ মানুষ 
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement