Murshidabad: আলকাপ লোকনৃত্যকে টিকিয়ে রাখতে শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর রবীন্দ্র সদনে আলকাপ লোক শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হল।
#বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর রবীন্দ্র সদনে আলকাপ লোক শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হল। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় বহরমপুর রবীন্দ্রসদনে এই কর্মশালার আয়োজন করা হয়। জেলার বিশিষ্ট লোক শিল্পীরা উপস্থিত ছিলেন এই তিন দিনের এই কর্মশালাতে। আলকাপ হল এই রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ ও বীরভূম জেলা এবং বাংলাদেশের রাজশাহী বিভাগে প্রচলিত একটি লোকনাট্য শৈলী। রাজ্যের প্রতিবেশী বিহার রাজ্যের পুর্ণিয়া জেলা ও ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলাতেও আলকাপ প্রলচিত। \"আল\" শব্দের অর্থ \"কাব্যের অংশ\" এবং \"কাপ\" শব্দের অর্থ \"কাব্য\"। আবার, 'আল' শব্দের একাধিক অর্থের মধ্যে একটি হল 'তীক্ষ্ণ', 'তীব্র' বা 'ধারালো'।
অপরদিকে, 'কাপ' শব্দের একাধিক অর্থের মধ্যে একটি হল ’সং’ রঙ্গস্থলে বিকৃত আকারে বা অঙ্গভঙ্গিতে দর্শকের কৌতুককর হাস্যোদ্দীপক বিষয়ের বা সামাজিক কুৎসিত বিষয়ের প্রতিমূর্তি বা চিত্র। আলকাপে নাচ, গান এবং এই হাস্য-কৌতুকোদ্দীপক অভিনয়ের সংমিশ্রণ ঘটেছে। মুর্শিদাবাদ জেলার বিখ্যাত আলকাপ শিল্প আজকে বিলুপ্তর পথে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, পুলিশের জালে এক
তাই আলকাপ শিল্পকে বাঁচিয়ে রাখতে ও আলকাপ শিল্পীদের উজ্জীবিত করতে বিশেষ কর্মশালার আয়োজন করা হল বহরমপুরে তিন দিনব্যাপী। এই আলকাপ শিল্পীদেরকে নিয়ে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ও জেলা ও তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় বহরমপুর রবীন্দ্রসদনে এই কর্মশালার আয়োজন করা হয়। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আলকাপ শিল্পীরা যোগদান করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফের ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে! লরি অটো সংঘর্ষে মৃত ১
এই কর্মশালাতে আলকাপ শিল্পীদের সরকারী তৎপরতাই এই প্রকার কর্মশালার আয়োজনে খুশি ও উজ্জীবিত সকল প্রকার আলকাপ শিল্পীরা। মুর্শিদাবাদ জেলার প্রসিদ্ধ আলকাপ শিল্পীদের উজ্জীবিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আগামী দিনেও আরো একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক।
advertisement
KOUSHIK ADHIKARY
Location :
First Published :
July 27, 2022 1:26 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: আলকাপ লোকনৃত্যকে টিকিয়ে রাখতে শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা