Murshidabad: ধান চাষের ক্ষতি সামাল দিতে মাঠে নামল কৃষি দফতর

Last Updated:

এ বছর বর্ষাকাল শেষ হতে চললেও এখনও পর্যন্ত দেখা নেই পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির। যদিও গত এক সপ্তাহ আগে একটু বৃষ্টি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে ছিলেন চাষীরা।

+
title=

#মুর্শিদাবাদ : এ বছর বর্ষাকাল শেষ হতে চললেও এখনও পর্যন্ত দেখা নেই পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির। যদিও গত এক সপ্তাহ আগে একটু বৃষ্টি হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে ছিলেন চাষীরা। কিন্তু এখনও অধিকাংশ জায়গায় ধান চাষ করা হয়নি। এবার সেই সমস্ত ধান চাষ না করা এলাকা পরিদর্শনে জেলা কৃষি দফতরের আধিকারিকরা। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক মুলত কৃষি প্রধান এলাকা। এই এলাকায় বৃষ্টির অভাবে ধান চাষ করতে পারেননি কৃষকরা। পাশাপাশি গোটা জেলা জুড়েই ঘাটতি রয়েছে বৃষ্টির। পরিসংখ্যান বলছে, মুর্শিদাবাদ জেলায় ১ লক্ষ ৯৪ হাজার হেক্টরের মধ্যে ১ লক্ষ ২০ হাজার হেক্টরে চাষ হয়েছে।
 
 
advertisement
এখনও পর্যন্ত বৃষ্টির যা পরিস্থিতি তাতে বাকি জমিতে আদৌ ধান চাষ হবে কি না তা নিয়ে চিন্তিত কৃষি দফতর। মুর্শিদাবাদ জেলাতে এখনও পর্যন্ত প্রায় ৬১শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। পাশাপাশি যেসব জমিতে এখনও পাট পচানো হয়নি সেই সব জমিতেও আর চাষ হবে না ধরে নিতে হচ্ছে। কারণ, মুর্শিদাবাদ জেলায় কৃষি জমির একটি বড় অংশে পাট চাষ হয়। ফলে এবার কৃষকদের স্বার্থে অন্যভাবে ভাবা শুরু করেছে কৃষি দফতর।
advertisement
 
জেলার কৃষি প্রধান এলাকাগুলো পরিদর্শন করলেন রাজ্য কৃষি দফতরের আধিকারিক মুর্শিদাবাদ জেলার কৃষি দফতরের আধিকারিকরা। পরিদর্শন করেন রাজ্য সরকারের তৈল বীজ প্রধান কার্যালয়ের অতিরিক্ত কৃষি অধিকর্তা পার্থ সেনগুপ্ত, কান্দি মহকুমা সহ কৃষি অধিকর্তা প্রশাসন পরেশ নাথ বল, খড়গ্রাম ব্লক কৃষি আধিকারিক আমজাদ মন্ডল সহ একাধিক আধিকারিকরা। আগাম রবি চাষ অর্থাৎ শীতকালীন ফসল চাষ করার উদ্যোগ নেওয়া শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। এর জন্য কৃষকদের উৎসাহ দিতে বীজ অণুখাদ্য সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।
advertisement
 
প্রয়োজনে আগাম চাষে পরামর্শ দেওয়া হবে। সেখানে বেশি করে সরষে, ভুট্টা, মুসুরি, কলাই যাতে ভালভাবে চাষ করা যায় তার উদ্যোগ নেওয়া হবে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম, নবগ্রাম, ভরতপুর সহ বিভিন্ন ব্লকে ধান চাষের ওপর নির্ভর করে থাকেন চাষীরা। এবছর সেই ভাবে বৃষ্টি না হওয়ায় মাথায় হাত ছিল চাষীদের। তবে যেটুকু বৃষ্টি হচ্ছে তা নিয়েই আপাতত ধান চাষ করছেন চাষীরা।
advertisement
 
 
 
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: ধান চাষের ক্ষতি সামাল দিতে মাঠে নামল কৃষি দফতর
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement