Murshidabad News: সামশেরগঞ্জের ডাকবাংলার হোটেল থেকে গ্রেফতার চার, ব্যাগ খুলতেই এ কী মিলল তাঁদের কাছে!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Murshidabad News: চার যুবককে গ্রেফতার করল এসটিএফ এবং পুলিশ। রবিবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ডাকবাংলা মোড় সংলগ্ন একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় তাঁদের।
মুর্শিদাবাদ: বিপুল পরিমাণ হেরোইন-সহ চার যুবককে গ্রেফতার করল এসটিএফ এবং পুলিশ। রবিবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ডাকবাংলা মোড় সংলগ্ন একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় তাঁদের।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের নাম রাবিজুল হাসান, তওবর সেখ, সেখ মতিবুর রহমান এবং সাহেব সেখ। ধৃত রাজিবুল হাসানের বাড়ি অসমে। তওবর সেখ ও সেখ মতিবুরের বাড়ি সামসেরগঞ্জে। সাহেব সেখের বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ধৃতদের কাছে থেকে এক কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে এসটিএফ এবং সামশেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা বলে জানা যায়। সোমবার ধৃত চার যুবককে পুলিশ হেফাজতের রাখার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। হেরোইন কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলা। এই জেলা দিয়ে মাদক পাচার করা হয়ে থাকে বাংলাদেশে। তবে বর্তমানে এই মাদক দ্রব্য উত্তরবঙ্গ দিয়ে পাচার করা হচ্ছে বাংলাদেশে। এই মাদক দ্রব্য ফেন্সিডিল বাংলাদেশের নেশার সামগ্রী হিসেবে বিক্রি করা হয়ে থাকে।
ভারতে এই ফেন্সিডিল নিষিদ্ধ হলেও বাংলাদেশে নেশার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এর আগেও একাধিকবার নিষিদ্ধ ফেন্সিডিল ও হেরোইন উদ্ধার করা হয়েছে। আবারও মুর্শিদাবাদ জেলাতে উদ্ধার করা হল হেরোইন যার বাজার মূল্য ৮০ লক্ষ টাকা।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2023 6:27 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সামশেরগঞ্জের ডাকবাংলার হোটেল থেকে গ্রেফতার চার, ব্যাগ খুলতেই এ কী মিলল তাঁদের কাছে!