Bankura news: সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি! কান ছিঁড়ে সোনার দুল নিয়ে চম্পট, ভয়াবহ ঘটনা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Bankura news: সেনা কর্মীর বাড়িতে ঢুকে গহনা ও নগদ টাকা লুঠ করে চম্পট দিল একদল ডাকাত, এমনকি সেনা কর্মীর মায়ের কান ছিঁড়ে সোনার কানের নিয়ে যাওয়ার অভিযোগ।
বিষ্ণুপুর: সেনাকর্মীর বাড়িতে ঢুকে গহনা ও নগদ টাকা লুঠ করে চম্পট দিল একদল ডাকাত। গতকাল, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার কুলুপুকুর গ্রামে। এই ঘটনায় আজ সকাল থেকে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর থানার কুলুপুকুর গ্রামের এক সেনাকর্মী কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে থাকেন তাঁর বাবা, মা ও দাদার পরিবার। গতকাল গভীর রাতে বাড়ির যখন সকলেই ঘুমিয়ে ছিলেন সেই সময় হাতে ধারালো অস্ত্র নিয়ে পাঁচিল টপকে যদুনাথ সাইনীর বাড়িতে ঢোকে চার-পাঁচ জন ডাকাত। বাড়িতে ঢোকার আগে প্রতিবেশীদের বাড়ির বাইরের দরজা দড়ি দিয়ে বেঁধে দেয় ডাকাত দলটি।
advertisement
advertisement
এরপর ওই সেনা কর্মীর বাবা-মাকে ঘুম থেকে তুলে ধারালো অস্ত্র দেখিয়ে বাড়িতে রাখা নগদ টাকা লুঠ করে। সেনাকর্মীর মায়ের কান ছিঁড়ে সোনার দুল ও হাতের সোনার চুড়ি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এরপরই পরিবারের অন্যান্যদের চিৎকারে একটু দূরের প্রতিবেশীরা ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে এলে ডাকাত দলটি চম্পট দেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সেনাকর্মীর পরিবার।
advertisement
দেবব্রত মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2023 12:59 PM IST