Malda News: যাত্রীদের ৭দিন চরম সমস্যার আশঙ্কা, বন্ধ থাকতে পারে রথবাড়ি সাবওয়ে আন্ডার পাশ
Last Updated:
দীর্ঘ প্রতিক্ষার পর মালদহ শহরের রথবাড়ি সাবওয়ে চালু হওয়ায় উপকৃত হয়েছেন বহু মানুষ। তবে এখনও কাজ বাকি রয়েছে।
মালদহ: গত সেপ্টেম্বর মাসে চালু হয়েছে রথবাড়ি সাবওয়ে। ছোট যানবাহন থেকে বাইক, টোটো ও সাধারণ পথচারীরা হাঁটা পথে যাতাযাত করছেন। দীর্ঘ প্রতিক্ষার পর মালদহ শহরের রথবাড়ি সাবওয়ে চালু হওয়ায় উপকৃত হয়েছেন বহু মানুষ। তবে এখনও কাজ বাকি রয়েছে। রেলের সাবওয়ে তৈরির পর খোলা রাস্তার আচ্ছাদন তৈরি হয়নি। বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়বে গোটা সাবওয়ে চত্বর।
আরও পড়ুন: স্কুলের দরজা খোলা থেকে মিড ডে মিলের দেখভাল, অবসরের পরও রোজ বিনা পারিশ্রমিকে পড়াতে আসেন এই শিক্ষক
তাই সাধারণ মানুষের সুবিধার জন্য, বর্ষার মরশুমে কোনও সমস্যা না হয়। তাঁর আগেই রথবাড়ি রেলের সাবওয়ের আচ্ছাদন তৈরি কাজ করার পরিকল্পনা রেলের। ইতিমধ্যে সাবওয়ের আচ্ছাদন তৈরির কাজ শুরু হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, আধুনিক মেশিনের সাহায্যে করা হবে কাজ। তাই আগামী কয়েকদিন সাবওয়ে বন্ধ করার পরিকল্পনা নিয়েছে রেল। আচ্ছাদন দেওয়ার সময় চলাচল বন্ধ করা হবে।
advertisement
আরও পড়ুন: বারান্দার জালে হেলান দিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করার চরম খেসারত, জলপাইগুড়ি ফিরল নিথর দেহ
রেল সূত্রে জানা গিয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সাবওয়ে বন্ধ করা হতে পারে।মালদহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে রথবাড়ি। জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন। রথবাড়ি চত্বরে এতদিন রেলগেট ছিল। ফলে নিত্যদিন সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। রথবাড়ি চত্বরের যানজট সমস্যার সমাধান করতে রেল লাইনের নিচে সাবওয়ে তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে রেলের পক্ষ থেকে সাবওয়ে তৈরির কাজ শুরু করা হয়। তবে মাঝে করোনা পরিস্থিতিতে কাজ কিছুটা পিছিয়ে পড়ে। সাধারণ মানুষ যাতাযাত করতে চরম সমস্যায় পড়েছিলেন।
advertisement
advertisement
তাই রেলের পক্ষ থেকে গত সেপ্টেম্বর মাসে চালু করা হয় নব নির্বাচিত সাবওয়ের। রেলের পক্ষ থেকে ঘটা করে উদ্বোধন করা হয়। কিন্তু রেল লাইনের দুই পাশে সাবওয়ের আচ্ছাদন তৈরি হয়নি। আগামীতে বর্ষার মরশুম আসছে। বৃষ্টিতে জলমগ্ন হবে সাবওয়ে। তাই তার আগেই রেলের পক্ষ থেকে সাবওয়ের আচ্ছাদন তৈরি করার কাজ শুরু হয়েছে। সোমবার থেকে কাজ শুরু হয়েছে। তবে এদিন থেকে চলাচল বন্ধ করা হয়নি। শুধু মাত্র আচ্ছাদন বসানোর সময় নিয়ন্ত্রণ করা হতে পারে যানবাহন চলাচল থেকে সাধারণ মানুষের যাতায়াত।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2023 4:54 PM IST