Train Accident: বিহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বাতিল একাধিক ট্রেন, চরম দুর্ভোগ যাত্রীদের!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Train Accident: বিহারের ট্রেন দূর্ঘটনার জেরে পূর্ব মধ্য রেলের একাধিক ট্রেন বাতিল, বেশকিছু ট্রেন ঘুরপথে চলাচল করবে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মালদহ: বিহারের ট্রেন দূর্ঘটনার জেরে পূর্ব মধ্য রেলের একাধিক ট্রেন বাতিল, বেশকিছু ট্রেন ঘুরপথে চলাচল করবে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।১১ অক্টোবর তারিখে পূর্ব মধ্য রেলের দানাপুর ডিভিশনের রঘুনাথপুর স্টেশনে 12506 আনন্দ বিহার (টি)- কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সেই কারণে, নিম্নোক্ত ট্রেনগুলিকে নিয়ন্ত্রিত করা হয়েছে:-
বাতিল:
১৩৪২৩ ভাগলপুর – আজমির সাপ্তাহিক এক্সপ্রেস।২২৪৬৫ মধুপুর – আনন্দ বিহার (টি) সুপারফাস্ট এক্সপ্রেস।১৩৪২৪ আজমির – ভাগলপুর।
advertisement
আরও পড়ুন-যৌবনে ‘হার্ট অ্যাটাক’ এড়াতে চান? এই ৫ অভ্যাস ভুলেও বাদ দেবেন না রোজের তালিকা থেকে, তাহলেই সর্বনাশ!
advertisement
ঘুরপথে চলাচল করবে:
কিউল-গয়া-পন্ডিত হয়ে বিমুখ। দীনদয়াল উপাধ্যায়
১২৩৬৭ ভাগলপুর – আনন্দ বিহার (টি) বিক্রমশিলা এক্সপ্রেস।২২৯৪৮ ভাগলপুর – সুরাত সুপারফাস্ট এক্সপ্রেস।১৩৪৮৩ মালদা টাউন – দিল্লি ফারাক্কা এক্সপ্রেস।১৫৬৫৮ কামাখ্যা – দিল্লি ব্রহ্মপুত্র মেল।১৫৬৫৭ দিল্লি – কামাখ্যা এক্সপ্রেস।১৩৪১৪ দিল্লি – মালদা টাউন ফারাক্কা এক্সপ্রেস।২২৪০৫ ভাগলপুর – আনন্দ বিহার (টি) গরীবরথ এক্সপ্রেস। প্রধান খুন্তা – গয়া – পন্ডিত হয়ে বিমুখ। দীনদয়াল উপাধ্যায়১২৩২৫ কলকাতা – নাগাল ড্যাম সাপ্তাহিক এক্সপ্রেস।১২৩০৪ নতুন দিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস।১২৩১৫ কলকাতা – উদয়পুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেস। কুমেদপুর-মালদা টাউন-গুমানি-সাঁইথিয়া-অন্ডাল-আসানসোল-প্রধান খুন্তা-গয়া-পন্ডিত হয়ে ডাইভার্ট করা হয়েছে। দীনদয়াল উপাধ্যায়ডিব্রুগড় – লোকমান্য তিলক (টি) এক্সপ্রেস।১২৫০৬ আনন্দ বিহার (টি) – কামাখ্যা উত্তর-পূর্ব এক্সপ্রেস ।
advertisement
পিটি এর মাধ্যমে বিমুখ করা হয়েছে। দীনদয়াল উপাধ্যায় – গয়া – পাটনা-১২৩৬৮ আনন্দ বিহার (টি) – ভাগলপুর এক্সপ্রেস।২২৪০৬আনন্দ বিহার (টি) – ভাগলপুর এক্সপ্রেস।২২৪৬৬ আনন্দ বিহার (টি) – মধুপুর এক্সপ্রেস। পিটি এর মাধ্যমে বিমুখ করা হয়েছে। দীনদয়াল উপাধ্যায় – গয়া – আসানসোল – অন্ডাল – গুমানি – মালদা টাউন১৫৯৪৫ লোকমান্য তিলক (টি) – ডিব্রুগড় এক্সপ্রেস।২২৪৫০ নতুন দিল্লি – গুয়াহাটি এক্সপ্রেস।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 12:40 PM IST
