Malda News: চলন্ত ট্রেনে আগুন ধরে গিয়েছিল! যাত্রীরদের প্রাণ বাঁচিয়ে পুরস্কৃত হলেন রেলকর্মী

Last Updated:

দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেসে শর্ট সার্কিট থেকে আগুন ধরে গিয়েছিল। কিন্তু উপস্থিত বুদ্ধির জেরে ট্রেন ভর্তি যাত্রীর প্রাণ বাঁচান রেলের চতুর্থ শ্রেণির কর্মী মহম্মদ ইসহাক আলি। এই কৃতিত্বের জন্য তাঁকে পুরস্কৃত করল রেল

মালদহ: দিল্লিগামী ফরাক্কা এক্সপ্রেসের এসি কোচের হঠাৎই আগুনের ফুলকি দেখা যায়। শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গিয়েছিল। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত। কিন্তু ঠিক সময়ে বিষয়টি চতুর্থ শ্রেণির রেলকর্মী মহম্মদ ইসহাক আলির নজরে আসে। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তিনি নিয়ন্ত্রণে এনেছিলেন আগুন। তাঁর প্রচেষ্টাতেই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনার হাত থেকে রক্ষা পায় ফরাক্কা এক্সপ্রেস। এমন সাহসিক কাজ ও বহু ট্রেন যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য রেলের পক্ষ থেকে পুরস্কৃত করা হল ওই রেলকর্মীকে।
সোমবার মালদহ ডিভিশনের ডিআরএম নিজের হাতে পুরস্কৃত করেন মহম্মদ ইসহাক আলিকে। নিরাপত্তা জীবনের একটি অপরিহার্য অংশ। ট্রেন পরিচালনায় এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে দিনরাত কাজ করতে হয় রেল কর্মীদের। রেলের কর্মী আধিকারিকদের মনোবল বৃদ্ধি করতে সাহসিকতার প্রশংসা করার জন্য মালদহ রেল ডিভিশন প্রতি সপ্তাহে একটি সেফটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে৷ ৩০ জানুয়ারি ডিআরএম বিকাশ চৌবের পক্ষ থেকে পুরস্কৃত করা রেলের চতুর্থ শ্রেণির কর্মী মহম্মদ ইসহাক আলিকে।
advertisement
advertisement
ফারাক্কা এক্সপ্রেসের যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য মহম্মদ ইসহাক আলির হাতে একটি শংসাপত্র ও একটি মেডেল তুলে দেওয়া হয় রেলের পক্ষ থেকে। মালদহ রেল ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে বলেন, কাজের প্রতি অসাধারন তৎপরতা ও কাজের প্রতি নিষ্ঠার জন্য তাঁকে রেলওয়ে সেফটি পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হয়েছে। রেলের কর্মীদের মধ্যে মনোবল বৃদ্ধি করতে এই ধরনের পুরস্কার প্রদান করা হচ্ছে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: চলন্ত ট্রেনে আগুন ধরে গিয়েছিল! যাত্রীরদের প্রাণ বাঁচিয়ে পুরস্কৃত হলেন রেলকর্মী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement