Panchayat Election 2023: ভরসা নেই কোনও রাজনৈতিক দলেই! নির্দল হয়েই প্রার্থী দিল গোটা গ্রাম
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
মনোনয়নের শেষদিনে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এমনকি জেলা পরিষদ স্তরে নির্দল হিসেবে মনোনয়নপত্র পেশ করলেন বিক্ষুদ্ধ গ্রামবাসীরা।
মালদহ: একের পর এক রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের জয়ী করে পঞ্চায়েতের মেম্বার করেছেন বাসিন্দারা। রাজ্যের বর্তমান শাসক দলের প্রার্থীদেরও ভোটে জিতিয়েছেন। শুধুমাত্র গ্রামের উন্নয়নের স্বার্থে গ্রামের বাসিন্দারা ভোট দিয়ে এসেছেন এতদিন। তবে প্রতিবারই ভোটে জেতার পর মুখ ফিরিয়েছে জনপ্রতিনিধিরা। গ্রামে উন্নয়নের ছিটেফোঁটাও পৌছায়নি। চরম পানীয় জল সংকট এখনো গ্রামজুড়ে। গ্রামে নেই পাকা রাস্তা। বারবার জনপ্রতিনিধি থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা কিন্তু সমস্যার সমাধান হয়নি।
গ্রামবাসীদের অভিযোগ বর্তমান রাজ্যের শাসক দল বিগত ১০ বছরে পঞ্চায়েতে কোন উন্নয়ন করেননি। তাই মনোনয়নের শেষদিনে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এমনকি জেলা পরিষদ স্তরে নির্দল হিসেবে মনোনয়নপত্র পেশ করলেন বিক্ষুদ্ধ গ্রামবাসীরা। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ পঞ্চায়েতের ঘটনা। বাসিন্দারা গ্রামের উন্নয়ন চাই। তাই আর কোন রাজনৈতিক দলের প্রার্থীদের ওপর ভরসা না করে নিজেরাই প্রার্থী দাঁড় করালেন ভোটে।
advertisement
advertisement
নির্দল প্রতীকে লড়বে এই প্রার্থীরা। ১০ নং জেলা পরিষদ আসনে মাসুমা বিবি, হরিশ্চন্দ্রপুর ১নং পঞ্চায়েত সমিতি ৮ নং আসন থেকে ইমরান আলি ও রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছি ৬৬ নং বুথ থেকে সঞ্জু দাস মনোনয়নপত্র জমা করেন।
advertisement
হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ অঞ্চলের রনিয়াবাড়ি গ্রামে রাস্তা এবং পানীয় জলের দাবি দীর্ঘদিনের। গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক দফতরে বহুবার দরবার করেছেন গ্রামবাসীরা। কিন্তু জুটেছে কেবল প্রতিশ্রুতি । ভোট বয়কটের ডাক দিয়েছিলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। তাই এবার নিজেরাই পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এমনকি জেলা পরিষদ স্তরে নির্দল হিসেবে মনোনয়নপত্র পেশ করলেন।
advertisement
গ্রাম পঞ্চায়েত আসনে মনোনয়ন করা নির্দল প্রার্থী সঞ্জু দাস বলেন, তাদের ভোটে জিতে এই এলাকার কোন উন্নয়ন করেননি জন প্রতিনিধিরা। তাই এমন সিদ্ধান্ত। আমরা গ্রামবাসীরা মিলিত হয়ে পঞ্চায়েত ভোটে লড়াই করব। জিতলে আমরা আমাদের গ্রামের উন্নয়ন নিজেরাই করতে পারব।
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2023 4:54 PM IST