মালদহ: মাদক কারবারির টাকা মজুত জামাইবাবুর বাড়িতে। পেশায় শ্রমিক শ্যালকের বাড়িতে হানা দিতেই উদ্ধার থরেথরে সাজানো টাকার বান্ডিল। ঘটনায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মালদহের কালিয়াচক থানার মোজমপুর এলাকার ঘটনা।
বুধবার রাতে অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে পুলিশ মজুত রাখা প্রায় ৩৩ লক্ষ টাকা উদ্ধার করেছে। ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।পুলিশি সূত্রে জানা গিয়েছে ধৃত দুই ভাই জসিমউদ্দিন আহমেদ (৩০) ও রাবিউল ইসলাম (২৪)। পেশায় ভিন রাজ্যের শ্রমিক। জানা গিয়েছে জসিমউদ্দিনের শ্যালক রাজু মাদক কারবারি। বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: বাজেট নিয়ে কি জ্যোতিষেই ভরসা রাখছে রাজ্য? দিন পরিবর্তন নিয়ে তুঙ্গে জল্পনা
তাঁকে জিজ্ঞাসাবাদ করেই মজুত রাখা টাকার হদিশ পায় পুলিশ। সেই মতো বুধবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় মোজমপুর এলাকার জসিমউদ্দিনের বাড়িতে। তল্লাশি অভিযান চালিয়ে বাড়ি থেকে উদ্ধার করে মোট ৩৩ লক্ষ তিন হাজার একশো টাকা।
মাদক ব্যাবসার টাকা বাড়িতে মজুত রাখার অভিযোগে জসিমউদ্দিন ও তাঁর ভাইকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার রাজু ইব্রাহিম মাদক কারবারের সঙ্গে সরাসরি জড়িত। গত কয়েকদিন আগে পুলিশের জালে ধরা পড়ে। তারপর থেকেই মাদক পাচারের বিভিন্ন তথ্য জানতে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে। উদ্ধার টাকা মাদক কেনাবেচার কাজে ব্যবহার করা হত। অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার মালদহ জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ৷
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Local news