Malda News: মিজোরামে দুর্ঘটনায় নিহত ও জখমদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা রেলের

Last Updated:

মিজোরামে নির্মীয়মাণ রেল ব্রিজ দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করল ভারতীয় রেল। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে, গুরুতর জখমদের দুই লক্ষ টাকা ও অল্প আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

মিজোরামে নির্মীয়মাণ রেল ব্রিজ বিপর্যয়
মিজোরামে নির্মীয়মাণ রেল ব্রিজ বিপর্যয়
মালদহ: মিজোরামে নির্মীয়মাণ রেল ব্রিজ দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করল ভারতীয় রেল। নিহতদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে, গুরুতর জখমদের দুই লক্ষ টাকা ও সামান্য আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। ভারতীয় রেলের প্রতিনিধিরা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে চেক তুলে দেবেন বলে জানা গিয়েছে।
মিজোরামে নির্মীয়মাণ রেল ব্রিজ ভাঙায় মৃত ও আহত প্রত্যেকের বাড়ি মালদহ জেলা বিভিন্ন প্রান্তের। দূর্ঘটনার খবর চাউর হতে মালদহের একাধিক গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রত্যন্ত দুর্গম এলাকায় পাহাড়ি অঞ্চলে রেল ব্রিজ নির্মাণের কাজ চলছিল। বুধবার সকাল নাগাদ কাজ চলার সময় হঠাৎ ভেঙে পড়ে নির্মীয়মাণ ব্রিজের অংশ। সেখানেই কর্মরত ছিলেন মালদহের শ্রমিকেরা।
advertisement
advertisement
এই দুর্ঘটনায় মালদহের রতুয়া চৌদুয়ার গ্রামের ১১ জন মারা গিয়েছে বলে জানা গিয়েছে। আশেপাশের একাধিক গ্রামের অনেকেই মারা গিয়েছেন। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানা গিয়েছে। উদ্ধার মৃতদেহ গুলি মালদহে নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, প্রথম ধাপে ১৮ টি অ্যাম্বুলেন্স করে দেহ নিয়ে আসা হয়েছে। রেলের পক্ষ থেকে প্রতিটি দেহ আলাদা আলাদা অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হচ্ছে। রেলের মালদহ ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়। মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছনর সুব্যবস্থা করা হয়েছে‌। দুর্ঘটনার পরেই রেলমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: মিজোরামে দুর্ঘটনায় নিহত ও জখমদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা রেলের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement