Malda News: অভিষেকের সময়ই উত্তরে পা মমতার! একসঙ্গে করবেন জনসংযোগ? তুঙ্গে জল্পনা

Last Updated:

ফের মুখ্যমন্ত্রীর জেলা সফর। আগামী ৩ তারিখ মালদা জেলায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মালদহ: ফের মুখ্যমন্ত্রীর জেলা সফর। আগামী ৩ তারিখ মালদহ জেলায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের কারণেই মালদহে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। ৪ মে প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ঘটনার পরে মালদহে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।মালদার প্রশাসনিক বৈঠকে উত্তর দিনাজপুর জেলার আধিকারিকরাও থাকবেন বলে সূত্রের খবর।  মুখ্যমন্ত্রী মালদহ সফরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যোগ দিতে পারেন। আগামী ৫ তারিখ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে অত্যন্ত খারাপ ফল করেছিল তৃণমূল কংগ্রেস। যার অন্যতম কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছিলেন, গত পঞ্চায়েত ভোটে মনোনয়ন দাখিল করতে বাধা, নিজের লোকেদের ভোট দিতে না দেওয়া ও ব্যাপক রিগিং। যা আগে কোনওদিন উত্তরবঙ্গের মানুষ দেখেনি। লোকসভায় হারের পর ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নামেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
advertisement
পাশাপাশি ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। দফায় দফায় উত্তরবঙ্গ সফর করে খানিকটা ক্ষতি মেরামত  করতে পেরেছিলেন। ফলে গত বিধানসভা নির্বাচনে বিজেপি আশানুরূপ ফল করতে পারেনি।
এদিকে, পঞ্চায়েত নির্বাচনের আগে পাহাড় থেকে সাগর পর্যন্ত সফর শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রতিদিনই তিনি মিশে যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে। গোটা উত্তরবঙ্গ জুড়েই এখনও জমি ধরে রেখেছে কেন্দ্রের শাসক দল। তাই এবার দলীয় অভিযানে এসে গ্রামের প্রত্যন্ত মানুষের সঙ্গে নিবিড় সংযোগের উপর জোর দিচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তৃণমূলের নব জোয়ার যাত্রায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মিলিত হচ্ছেন অভিষেক। এবার মালদহ সফরে অভিষেকের কর্মসূচিতেও মমতা হাজির হন কিনা, সেটাই এখন দেখার।
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: অভিষেকের সময়ই উত্তরে পা মমতার! একসঙ্গে করবেন জনসংযোগ? তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement