Malda News|| সংস্কারের অভাবে দীর্ঘদিন বন্ধ ছিল, নতুন করে সেজে উঠল মালদহ রেল উদ্যান
- Published by:Shubhagata Dey
Last Updated:
Rail park reopening: নতুন রূপে সেজে উঠেছে মালদহ রেল উদ্যান। বসানো হয়েছে শিশুদের মনোরঞ্জনের নিত্যনতুন খেলনা। প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্তের খুদেরা ভিড় করছে রেল উদ্যানে। খুদেদের পাশাপাশি যুবক যুবতী থেকে প্রাপ্ত বয়স্কদের ভিড় বাড়ছে উদ্যানে।
#মালদহ: নতুন রুপে সেজে উঠেছে মালদহ রেল উদ্যান। বসানো হয়েছে শিশুদের মনোরঞ্জনের নিত্যনতুন খেলনা। প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্তের খুদেরা ভিড় করছে রেল উদ্যানে। খুদেদের পাশাপাশি যুবক যুবতী থেকে প্রাপ্ত বয়স্কদের ভিড় বাড়ছে উদ্যানে। অবসর সময় কাটাতে অনেকেই যাচ্ছেন। অবহেলায় পড়ে থাকা রেলের উদ্যানটি সংস্কার করায় রেল কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয়রা। সংস্কারের অভাবে বন্ধ হয়ে গিয়েছিল মালদহ এই রেল উদ্যানটি। দীর্ঘদিন বন্ধ থাকার পর রেলের মালদহ ডিভিশনের পক্ষ থেকে সংস্কার করা হয়।
আরও পড়ুন: রাজকীয় ঐতিহ্য জরাজীর্ন, রাজমাতা মন্দির এখন জঙ্গলে ভরা ভুতুড়ে বাড়ি
১৯৮৩ সালের ৩০ শে আগস্ট তৎকালীন রেলমন্ত্রী প্রয়াত এ বি এ গনি খান চৌধুরী ইস্টার্ন রেলের মালদহডিভিশনের রেল উদ্যানটির শুভ উদ্বোধন করেছিলেন। মালদহ টাউন স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি উদ্যানটির নাম দেওয়া হয় প্রশান্তি উদ্যান। প্রথমদিকে রেল পার্কটির সুন্দর মনোরম পরিবেশ ছিল।জেলাবাসী তথা জেলার বাইরে থেকে মালদহ টাউন স্টেশনে আশা রেল যাত্রীরা কিছুটা সময় কাটিয়ে দিতেন এই উদ্যানে।কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হাওয়াই পার্কটি বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
পূর্ব রেলের মালদহ ডিভিশনের পক্ষ থেকে নতুন রূপে সাজিয়ে উদ্যানটি পুনরায় চালু করা উদ্যোগ নেওয়া হয়। উদ্যানটি দেখাশোনার ক্ষেত্রে বেসরকারি সংস্থার হাতে দায়িত্বভার তুলে দিয়েছে মালদহ রেল ডিভিশন। বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়মিত উদ্যানটি খোলা হচ্ছে। তারাই দেখাশোনা করছেন। নতুন করে সাজানোর পর উদ্যানটি চালু করায় একদিকে রেলের যেমন আয় বেড়েছে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অবসর সময় কাটানোর একটি ঠিকানা তৈরী হয়েছে। মালদহ রেল ডিভিশনের ডিআরএম যতিন্দ্র কুমার বলেন, রেলের পক্ষ থেকে আমরা নতুন করে সেটির সংস্কার করেছি। বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে মালদহ রেল উদ্যানটি। উদ্যানটির দেখভাল ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ন্যূনতম টিকিটের ব্যবস্থা করা হয়েছে। টিকিট কেটে রেল উদ্যানে প্রবেশ করবেন সাধারণ মানুষ।
advertisement
হরষিত সিংহ
Location :
First Published :
June 24, 2022 4:59 PM IST