Malda News: এবার বিদেশে যাবে মালদহের আম, মুখ্যমন্ত্রীর আশ্বাস-ইঙ্গিতে নতুন আশা জেলাবাসীর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Malda News: বিদেশে রফতানি হয়েছে মালদহের আম। একসময় বাংলাদেশ-সহ আশপাশের দেশে মালদহের আম রফতানি করে বিদেশি মুদ্রা উপার্জন হয়েছে।
মালদহ: একসময় বিদেশে রফতানি হত মালদহের আম। একসময় বাংলাদেশ-সহ আশপাশের দেশে মালদহের আম রফতানির ফলে বিদেশি মুদ্রা উপার্জন হত। তবে গত কয়েক বছর ধরে মালদহের আম বিদেশে রফতানি বন্ধ হয়েছিল। বর্তমানে জেলায় আমের ফলন ভাল হচ্ছে। কিন্তু বিদেশে রফতানি না হওয়ায় জেলার আমচাষি থেকে ব্যাবসায়ীদের মুনাফা কম হচ্ছে।
তাই জেলার ব্যবসায়ীদের পক্ষ থেকে বিদেশে আম রফতানির প্রচেষ্টা চলছে দীর্ঘদিন ধরেই। তবে তা সফল হচ্ছে না। কারণ বিদেশে আম পাঠাতে সরকারি সাহায্যের প্রয়োজন। তেমন ভাবে সরকার উদ্যোগ গ্রহণ না করায় বিদেশে আম যাচ্ছে না। অবশেষে মালদহের গাজোলে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর মুখে আম রফতানির আশ্বাস পেয়ে নতুন করে আশা দেখছেন জেলার আমচাষি থেকে ব্যবসায়ীরা।
advertisement
আরও পড়ুন: 'বাজেট জুড়ে শুধুই শব্দের কারিকুরি!' নির্মলাকে তোপ অধীরের
মালদহের আম বিদেশে পাড়ি দিবে নিয়মিত। এবার থেকে আম বিদেশে পাঠানোর জন্য সহযোগিতা করবে রাজ্য সরকার। পাশাপাশি মালদহের আমচাষিদের সমস্ত রকমের সাহায্য করবে রাজ্য সরকার। মালদহ জেলায় প্রায় ৩১ হাজার ৬১০ হেক্টর জমিতে আম চাষ হয়। জেলার কয়েক লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আম চাষের সঙ্গে জড়িত। গত বছর জেলায় আমের ফলন হয়েছিল দুই লক্ষ ৭৮ হাজার ২২৮ মেট্রিক টন। দেশের বিভিন্ন প্রান্তে মালদহের আম বিক্রি হয়েছে। গত বছর আম বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন কিছু রফতানিকারক।
advertisement
advertisement
আরও পড়ুন: পরীক্ষার হলে ঢুকেই অজ্ঞান ছাত্র, কারণ চারিদিকে এত মেয়ে!
কিন্তু বিভিন্ন সমস্যা থাকায় তার সম্ভব হয়নি। জেলার আম ব্যবসায়ীরা বলেন, শুধু মাত্র রাজ্য সরকার নয়, কেন্দ্র সরকারকেও এগিয়ে আসতে হবে। তবেই বিদেশের বাজারে নিয়মিত আম পাঠানো সম্ভব হবে। কারণ কেন্দ্রীয় তিনটি সংস্থার ছাড়পত্র প্রয়োজন আমের উপর। তবেই সম্ভব বিদেশে আম পাঠানোর। সেই কেন্দ্রীয় সংস্থাগুলির অফিস মালদহে নেই। মালদহের আম বিদেশে পাঠাতে হলে পরিকাঠামো তৈরির প্রয়োজন।বর্তমানে জেলায় আমবাগানগুলিতে মুকুল এসেছে। চলতি মরশুমে ব্যাপক আমের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ জেলার প্রতিটি বাগানেই মুকুল ভাল হচ্ছে। মরশুমের শুরুতেই মুখ্যমন্ত্রী আম রফতানি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছেন। আর তাতেই নতুন করে আশা দেখছেন জেলার কয়েক লক্ষ আমচাষি থেকে ব্যবসায়ীরা।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2023 11:44 AM IST