Malda News:ঝড়ে লন্ডভন্ড চারিদিক! কেড়ে নিল তরতাজা প্রাণ! ঘটনা শুনলে চোখে জল এসে যাবে

Last Updated:

 মামার বাড়িতে ঘুরতে এসে ঝড়ের কবলে পড়ে মৃত্যু হল এক কিশোরীর। অপরদিকে মাঠে ধানের জমি দেখতে গিয়ে ঝড়ের কবলে পড়ে গাছের ডাল ভেঙে মৃত্যু হল এক কৃষকের।

মালদহ: মামার বাড়িতে ঘুরতে এসে ঝড়ের কবলে পড়ে মৃত্যু হল এক কিশোরীর। অপরদিকে মাঠে ধানের জমি দেখতে গিয়ে ঝড়ে গাছের ডাল ভেঙে মৃত্যু হল এক কৃষকের। রবিবার রাতে মালদহ জেলায় ঝড়ের তান্ডবে জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। একাধিক জায়গায় বড় বড় গাছ থেকে ইলেকট্রিক পোল উপড়ে পড়েছে সব। কাঁচা বাড়ির ঘরের ছাউনি উড়ে গিয়েছে। সব মিলিয়ে রবিবার রাতে প্রায় পনেরো মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি মালদহ জেলায়। জেলার পুরাতন মালদহ ও হবিবপুর ব্লকে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পুরাতন মালদহ ব্লকেই দুই জনের মৃত্যু হয়েছে।
ইলেকট্রিক পোল ও গাছ পড়ে একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। জানা গিয়েছে মৃত কিশোরীর নাম রাজশ্রী মন্ডল( ৮)। বাড়ি কালিয়াচক থানার তিন ঘরিয়া এলাকায়। পুরাতন মালদহের মুচিয়া পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে মামার বাড়ি সেখানে এসেছিল সে। রবিবার ঝড়ের সময় দিদার সঙ্গে ঘরে ছিল। হঠাৎ ঘরের ছাউনি তাঁদের উপর ভেঙে পড়ে। পরিবারে লোকেরা তড়িঘড়ির দুই জনকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলে মৃত্যু হয় কিশোরীর।
advertisement
advertisement
অপরদিকে রবিবার সন্ধ্যায় মাঠে ধানের জমিতে গিয়েছিলেন পুরাতন মালদহের বংশীবদন মন্ডল। হঠাৎ ঝড় আসলে মাঠে একটি ছোট ঘরে আশ্রয় নেয়। সেই ঘরের উপর গাছের ডাল ভেঙে পড়ে যায়। চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। দুজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত ব্যক্তির দাদা চন্দন মন্ডল বলেন, ‘ঝড়ের সময় মাঠের মধ্যে একটি ছোট্ট ঘরে বসেছিল। সেইসময় শিমুল গাছ ভেঙে পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসি।
advertisement
পুরাতন মালদহের অজয়নগর এলাকায় বিয়ে বাড়ি অনুষ্ঠানে পুরনো একটি বটগাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিয়ের আয়োজন প্রায় ভেস্তে যায়।কোন মৃত্যুর খবর না থাকলেও সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে যায়।হবিবপুর ব্লকের আইও ঋষিপুর পঞ্চায়েত এলাকায় বেশ কিছু কাঁচা বাড়ি গাছ ভেঙে পড়েছে ঝড়ের তাণ্ডবে। আইহো সিংঙ্গাবাদ রাস্তায় একাধিক জায়গায় ইলেকট্রিক পোল ও গাছ ভেঙে পড়ে থাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সকাল থেকে প্রশাসনের তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রচুর বাড়ির ঘরের ছাউনি বা বাড়ির উপর গাছের ডাল ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সমস্যায় পড়েছে পরিবারগুলি।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News:ঝড়ে লন্ডভন্ড চারিদিক! কেড়ে নিল তরতাজা প্রাণ! ঘটনা শুনলে চোখে জল এসে যাবে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement