South 24 Parganas News: একের পর এক বিস্ফোরণের ঘটনা! কিন্তু সব বাজি কারখানাই কি বেআইনি? জানুন নিয়ম

Last Updated:

রাজ‍্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বাজি কারখানা। কখনও কখনও সেই সমস্ত বাজি কারখানায় বিস্ফোরণ হয়ে, খবরের শিরোনামে আসছে সংশ্লিষ্ট জায়গার নাম।

বিপুল পরিমাণ বাজির মশলা মজুত করা হয়েছে এভাবেই
বিপুল পরিমাণ বাজির মশলা মজুত করা হয়েছে এভাবেই
দক্ষিণ ২৪ পরগণা: রাজ‍্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বাজি কারখানা। কখনও কখনও সেই সমস্ত বাজি কারখানায় বিস্ফোরণ হয়ে, খবরের শিরোনামে আসছে সংশ্লিষ্ট জায়গার নাম। কিন্তু সব কারখানাই কী বেআইনি? কী বলছে নিয়ম? জানুন আপনিও।
রাজ‍্যে বহুদিন ধরে চলছে এই বাজি কারখানার রমরমা। অনেকেই অভিযোগ করেন এগুলি বেআইনি। দক্ষিণ ২৪ পরগনার বজবজে এরকম রয়েছে একাধিক কারখানা। সম্প্রতি বজবজে একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এখনও সেখানে চলছে পুলিশের নজরদারি।
advertisement
কিন্তু বাজির কারখানাকে কখন বলা হবে বেআইনি, জানেন কি আপনি। বিস্ফোরক পদার্থের মজুত ও মাত্রার উপর নির্ভর করে কারখানাগুলিকে বেআইনি বলা হয়। ১৫ কেজি পর্যন্ত বাজি ও বাজির মশলা তৈরির জন‍্য অনুমতি নিতে হয় জেলাশাসকের থেকে।
advertisement
১৫ থেকে ৫০০ কেজি পর্যন্ত অনুমতি লাগে কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভের। তার বেশি ওজনের ক্ষেত্রে লাইসেন্স নিতে হয় চিফ কন্ট্রোলারের। এছাড়াও আরও অনেক নিয়ম রয়েছে, প‍্যাকেট, প‍্যাকেজিং-সহ আরও অন‍্যান‍্য কাজের জন‍্য লাগে অনুমতি।
advertisement
দুটি কাজের জায়গার মধ‍্যে ১৫ মিটারের দূরত্বও রক্ষা করতে হয়। কিন্তু অনেকসময় এই নিয়ম মানা হয় না। ফলে বাজি কারখানা হয়ে ওঠে বেআইনি। বজবজের ক্ষেত্রে আগেও এরকম অভিযোগ উঠেছিল। এর আগেও বজবজে এভাবে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। সে সময় তিনজন মারা গিয়েছিলেন। আর সেই ভয়াবহতা দেখে পরিবেশ দফতর, দক্ষিণ ২৪ পরগনার পুলিশ এবং জেলা প্রশাসনকে নিয়ে একটি কমিটি তৈরি হয়। কথা ছিল তাঁরা নজরদারি চালাবে। যে কমিটি তৈরি হয়েছে, তাঁরা এগুলি কিছুই দেখে না বলে অভিযোগ উঠছে। ‌যার জেরেই ক্রমাগত রাজ্য জতুগৃহের চেহারা নিচ্ছে।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: একের পর এক বিস্ফোরণের ঘটনা! কিন্তু সব বাজি কারখানাই কি বেআইনি? জানুন নিয়ম
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement