Accident: সকালে বাইক নিয়ে বেড়িয়েছিল বন্ধুরা মিলে কিন্তু ঘরে ফেরা আর হল না! গতির বলি তিন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:ARUN GHOSH
Last Updated:
Accident: ডানলপের দিক থেকে ব্যারাকপুরের দিকে বি টি রোড ধরে বাইক নিয়ে যাচ্ছিল তিনজন যুবক ।বাইক খুব জোরে চালিয়ে যাচ্ছিল ওই তিন যুবক।
আগরপাড়া: ডানলপের দিক থেকে ব্যারাকপুরের দিকে বি টি রোড ধরে বাইক নিয়ে যাচ্ছিল তিনজন যুবক ।বাইক খুব জোরে চালিয়ে যাচ্ছিল ওই তিন যুবক। পানিহাটি তেতুলতলা মোড়ের কাছে দমকল অফিসের সামনে বিটির রোডে এক পিকআপ ভ্যানকে খুব জোরে ধাক্কা মারে ওই বাইক। বাইকে থাকা তিনজন যুবক বি টি রোড এ ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন বাইক আরোহীর, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে আগরপাড়া তেতুলতলা মোড় এলাকায়। ঘটনাস্থলে খড়দহ থানা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে একটি গলি দিয়ে বেরোচ্ছিল পিকআপ ভ্যানটি ঠিক সেই সময় প্রচন্ড গতিতে আসছিল কলকাতার দিক থেকে ব্যারাকপুরের দিকে একটি মোটরসাইকেল। মোটরসাইকেলটি প্রচন্ড গতিতে এসে জোড়ে ধাক্কা মারে পিকআপ ভ্যানেকে। ঘটনাস্থল ছিটকে পড়ে তিন যুবক। এই তিন যুবকের কারও মাথায় ছিল না হেলমেট। এলাকার মানুষ ও খড়দহ থানার পুলিশ এই তিনজনকে সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তিনজনকে মৃত বলে ঘোষণা করে। এই তিন বাইক আরোহীর এখনো কোনও পরিচয় জানা যায়নি এত সকালে কোথায় যাচ্ছিল বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা যায় কিনা সেটা খতিয়ে দিচ্ছে পুলিশ।
advertisement
advertisement
এদিকে ব্যারাকপুর কমিশনারের পুলিশ প্রতিদিন কোথাও না কোথাও হেলমেট না পরলে হাজার টাকার ফাইন করছে আটকে রাখছে গাড়ি তাতেও হুঁশ ফেরেনি বহু মানুষের। প্রত্যেকের মাথায় আঘাত লেগেছে। পুলিশের ও এলাকার মানুষের দাবি যদি মাথায় হেলমেট থাকতো তাহলে হয়তো এরা প্রত্যেকে প্রাণে বেঁচে যেত।
Arun Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2023 9:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: সকালে বাইক নিয়ে বেড়িয়েছিল বন্ধুরা মিলে কিন্তু ঘরে ফেরা আর হল না! গতির বলি তিন

