মালদহ: অস্ত্র কারবারিকে এবার গ্রেফতার করল মালদহের কালিয়াচক থানার পুলিশ। এতদিন অস্ত্র পাচারকারীদের গ্রেফতারের খবর প্রকাশ্য এসেছে। এইবার কালিয়াচক থানা এলাকা থেকে দুই অস্ত্র কারবারিকে প্রচুর অস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ। ধৃত দু'জনের হেফাজত থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক চারটি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই ব্যক্তি হালিম শেখ এবং জনি শেখ। কালিয়াচক থানার ঘরিয়ালচক এলাকা থেকে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। দু'জনই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি সেভেন এম এম পিস্তল। পাঁচটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড কার্তুজ।
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে মালদহের কালিয়াচক থানার পুলিশ হানা দেন ঘড়িয়ালচক এলাকায়। সেখানে একটি গোপন ডেরায় হানা দিয়ে দুই জনের হদিস মিলছে। তাদের হেফাজত থেকেই উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশের প্রাথমিক অনুমান ধৃত দুই জন চোরা বাজারে আগ্নেয়াস্ত্র বিক্রি করে থাকে।
বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে বিক্রি করে। এদের কাছ থেকে চোরাপথে জেলা ও জেলার বাইরের বিভিন্ন প্রান্তে আগ্নেয়াস্ত্র ছড়িয়ে পড়ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান এই কারবারি সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে। বৃহস্পতিবার অভিযুক্ত দুজনকে মালদহ জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arms Recovered, Malda News