Madhyamik Result 2023: মাধ্যমিকে নজর-কাড়া সাফল্য মালদহে! মেধা তালিকায় ২১ জন ছাত্র-ছাত্রী! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Madhyamik Result 2023: মাধ্যমিকে সমস্ত জেলাকে পিছিয়ে নজীরবিহীন ফলাফল মালদহ জেলার। মেধা তালিকায় সর্বচ্চ সংখ্যায় স্থান মালদহ জেলার।
মালদহ: মাধ্যমিকে সমস্ত জেলাকে পিছিয়ে নজীরবিহীন ফলাফল মালদহ জেলার। মেধা তালিকায় সর্বচ্চ সংখ্যায় স্থান মালদহ জেলার। এই প্রথম মালদহ জেলায় এমন সাফল্য। জেলার মোট ২১ জন পড়ুয়ার রাজ্যের মেধা তালিকায় রয়েছে। তারমধ্যে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ১৩ জন। এছাড়াও মালদহ শহরের অক্রূরমণি করনেশন ইনস্টুটিউশনের দুই পড়ুয়া মেধা তালিকায় রয়েছে। মালদহের কালিয়াচক থানা এলাকায় পাঁচ জন মেধা তালিকায় স্থান পেয়েছে।
advertisement
উত্তর মালদহের চাঁচলের এক ছাত্রী মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।মালদহ জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে এই বছর মালদহ জেলায় ৩৯ হাজার ৪৩৯ জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মালদহ জেলায় পাশের হার প্রায় ৯৬ শতাংশ।মালদহ জেলা স্কুল পরিদর্শক( মাধ্যমিক) সুজিত সামন্ত বলেন, এই বছর জেলার ফলাফল খুব ভাল হয়েছে। জেলার বিভিন্ন স্কুলে ফলাফলে আমরা খুশি। এই বছর জেলার ২১ জন পড়ুয়া মেধা তালিকায় রয়েছে। জেলায় পাশের হার প্রায় ৯৬ শতাংশ।মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির স্কুল থেকে ২০০২ সালে রাজ্যে প্রথম হয়েছিল। এটাই ছিল সব থেকে বড় সাফল্য। তবে এই বছর সমস্ত রেকর্ড ভেঙেছে। প্রথম এই বছর মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ১৩ জন পড়ুয়া রাজ্য মেধা তালিকায় স্থান পেয়েছে।
advertisement
এই স্কুলে দুই থেকে ১০ এর তালিকায় রয়েছে ১৩ জন ছাত্র। এর পাশাপাশি জেলা জুড়ে প্রথম দশের মধ্যে সম্ভাব্য তালিকায় রয়েছে ২১ জনের নাম।জানা গিয়েছে, ২০২৩ মাধ্যমিক পরীক্ষায় এক থেকে দশের মধ্যে রয়েছে ১১৮ জনের নাম। যুগ্ম দ্বিতীয় হয়েছে মালদহ রামকৃষ্ণ মিশনের রিফাত হাসান সরকার তার প্রাপ্ত নম্বর ৬৯১। এর পাশাপাশি যুগ্ম তৃতীয় হয়েছে মালদহ রামকৃষ্ণ মিশনের এমডি সারোয়ার ইমতিয়াজ, মাহির হোসেন, স্বরাজ পাল ও অর্ঘ্যদীপ সাহা। এদের প্রাপ্ত নম্বর ৬৯০। এর পাশাপাশি তালিকায় রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের মোট ১৩ জন ছাত্রের নাম রয়েছে।রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরা নন্দজি মহারাজ বলেন, এই বছর মাধ্যমিক পরীক্ষায় অভূতপূর্ব ফল হয়েছে স্কুলের। প্রথম দশের মধ্যে ১৩ জন ছাত্র রয়েছে। যুগ্ম দ্বিতীয়, তৃতীয় সহ বিভিন্ন স্থান অধিকার করেছে ছাত্ররা।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 9:39 PM IST