Malda News: পাঁচ টাকায় পেট ভরে ডিমভাত, হাসপাতাল চত্বরে মা ক্যান্টিন চালু হতেই খুশি জনতা
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Malda Medical College and Hospital: এবার হাসপাতালেও মিলবে পাঁচ টাকায় ডিম ভাত। রাজ্য সরকারের উদ্যোগে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হল মা ক্যান্টিন।
হরষিত সিংহ, মালদহ- এবার হাসপাতালেও মিলবে পাঁচ টাকায় ডিম ভাত। রাজ্য সরকারের উদ্যোগে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হল মা ক্যান্টিন। রোগীর আত্মীয়দের সুবিধার জন্য রাজ্য সরকারের নির্দেশে ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এই মা ক্যান্টিন খোলা হল। প্রতিদিন দুপুরে খোলা থাকবে। পাঁচ টাকার বিনিময়ে এখানে মিলবে ডিমভাত।
সোমবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের রাত্রি নিবাস ভবনে এই ক্যান্টিনের উদ্বোধন করা হয়। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ফিতে কেটে উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি পুরঞ্জয় সাহা, পুরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল-সহ অন্যান্য কাউন্সিলর ও মেডিক্যাল কলেজের কর্তারা।
আরও পড়ুন : অবাক শিশু! মাত্র ৫ বছর বয়সেই ১৯৫ টি দেশের রাজধানীর নাম মুখস্থ!
রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি পুরসভায় মা ক্যান্টিন চালু করা হয়েছিল। মালদহের ইংরেজবাজার পুরসভা এলাকাতেও রয়েছে একটি মা ক্যান্টিন। সেখানে শহরের সাধারণ দুঃস্থ পরিবার থেকে শুরু করে শ্রমিক শ্রেণীর মানুষ নিয়মিত ৫ টাকার বিনিময়ে ডিম ভাত খাচ্ছেন। এ বার মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালেও মা ক্যান্টিন খোলা হল।
advertisement
advertisement
আরও পড়ুন : আজ কলকাতায় কখন দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, জানুন সেই মহাজাগতিক ঘটনার সময়
প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ এখানে আসেন চিকিৎসা পরিষেবার জন্য। রোগী নিয়ে এসে খাবার খেতে অনেকেই সমস্যায় পড়েন। তাই রোগীর আত্মীয়দের সুবিধার জন্য এই উদ্যোগ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন দুপুর ১২ থেকে ২.৩০ পর্যন্ত এখানে খাবার পাওয়া যাবে। পাঁচ টাকার বিনিময়ে বসে ডিম ভাত খেতে পারবেন। নিয়মিত খোলা থাকবে এই ক্যান্টিন। পুরসভার উদ্যোগে চলবে এটি।
Location :
First Published :
November 08, 2022 11:49 AM IST