Lakshmi Puja: এ যেন দুর্গা পুজোর আনন্দ! লক্ষ্মী পুজো হয় ৫ দিন ধরে, বসে মেলা, আরও কত কী!
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
দুর্গাপুজোর মতো ৫ দিন ধরে চলে এই লক্ষ্মীপুজো। আনন্দে মেতে ওঠে গোটা শহর। মালদহের কোঠাবাড়ি রায় পরিবারে অনাবিল আনন্দ।
মালদহ: পাঁচ দিন ধরে চলে কোজাগরী লক্ষ্মীপুজো। রীতি মেনে লক্ষ্মী ছাড়াও একাধিক দেব দেবীর মূর্তি পুজিত হন এখানে। এই কোজাগরী লক্ষ্মী পুজোঅনুষ্ঠিত হয় মালদহ শহরের কোঠাবাড়ি রায় পরিবারে। এই বছর রায় পরিবারের পুজো ৮৪ বছরে পড়ল। নিয়ম মেনে পুজোর আগের দিন স্থানীয় তিনশো বিশ মোড়ে মেলার আসর বসে। পুজোর প্রথমদিন রাতভোর অনুষ্ঠিত হয় লক্ষীপুজো।
পাঁচ দিনের এই লক্ষীপুজো হয় পুরনো ঠাকুর দালানে।আজও নিয়ম নিষ্ঠা মেনে পুজো করে আসছেন বর্তমান প্রজন্ম। এই পুজোর বিশেষ আকর্ষণ হল একটি চালার মধ্যেই দেবী লক্ষ্মী সহ অন্যান্য দেব দেবীদের বসানহয়। মাঝে থাকেন দেবী লক্ষ্মী। সবার উপরে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। লক্ষ্মী দেবীর মাথার ওপরে দুই পাশে রাম ও লক্ষণ । ডানদিকে গণেশ লক্ষ্মী বাঁদিকে থাকেন সরস্বতী কার্তিক।
advertisement
আরও পড়ুন:পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান? একদিনেই ঘুরে আসুন মালদহের ‘গৌড়’ থেকে, কীভাবে যাবেন?
advertisement
পরিবারের মেয়ে আলপনা মন্ডল বলেন, পাঁচ দিন ধরে চলে আমাদের এই পুজো। প্রথম থেকেই নিয়ম রীতি মেন পুজো হয়। বিভিন্ন অনুষ্ঠান হয় পুজো উপলক্ষে। স্বপ্নাদেশ পেয়ে আমার বাবা পুজো শুরু করেছিলেন।পাঁচ দিন ধরে নিষ্ঠার সঙ্গে পুজো হওয়ার পর মহানন্দা নদীতে নৌকায় করে নিয়ে যাওয়া হয় সদরঘাটে। সেই দিন সদরঘাটে মেলা হয়। সদরঘাট থেকে নৌকায় আবার কোঠাবাড়ি ঘাটে নিয়ে এসে দেবী লক্ষ্মীর বিসর্জন হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৮৪ বছর আগে ক্ষিতীশ চন্দ্র রায় এই পুজো শুরু করেছিলেন। প্রথম থেকেই পরিবারের কুল দেব-দেবীদের লক্ষ্মী দেবীর মূর্তির সঙ্গে স্থান দেওয়া হয়। একই সঙ্গে পুজিত হন তাঁরা। সেই রীতি আজও বহাল।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2023 2:12 PM IST