Malda News: দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে পুলিশের বড়সড় উদ্যোগ! সিসি ক্যামেরায় মুড়ল মালদহ শহর
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, রাস্তার ওপর জেলা পুলিশের উদ্যোগে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে। শহর জুড়ে সঠিক নজরদারি চালাতে মালদহ জেলা পুলিশের এমন উদ্যোগ
মালদহ: সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে গোটা মালদহ শহরকে। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় রাস্তার ওপর জেলা পুলিশের উদ্যোগে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে। শহর জুড়ে সঠিক নজরদারি চালাতে মালদহ জেলা পুলিশের এমন উদ্যোগ। শহরের যে সমস্ত মোড় গুলি গুরুত্বপূর্ণ, যে রাস্তা গুলি দিয়ে মানুষ সব থেকে বেশি চলাচল করে, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন যাওয়ার রাস্তা, এই সমস্ত এলাকালিতে সব থেকে বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।
মালদহ জেলা পুলিশের ইংরেজবাজার থানার পুলিশ এই সিসিটিভি ক্যামেরাগুলির মাধ্যমে নিয়মিত নজরদারি চালাবে। গত কয়েকদিন ধরে মালদহ শহরে বিভিন্ন মোড় গুলিতে সিসিটিভি গুলি বসানোর কাজ শুরু হয়েছে। মালদহ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা শহর জুড়ে প্রায় তিন শতাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
advertisement
advertisement
মালদহ শহরের মূলত পোস্ট অফিস মোড়, নেতাজি মোড়, রথবাড়ি বাস স্ট্যান্ড চত্বর, সুকান্ত মোড়, রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা, গৌড় রোড মোড়, রাজ হোটেল মোড় সহ একাধিক রাস্তার উপরে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে ছোটখাটো চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে।
এছাড়াও বিভিন্ন মার্কেটের গলিতে চুরির ঘটনা প্রায় ঘটতেই থাকছে। মালদহ শহরের বিভিন্ন মোড়ে মোটরবাইক সাইকেল চুরি প্রায় নিত্যদিনের ঘটনা। এমনকি মাঝে মধ্যেই শহরে কেপমারি, ছিনতাই এর মতো ঘটনা ঘটছে। এই সমস্ত ঘটনাগুলি কমাতে জেলা পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন ঃ ভাঙনের আতঙ্কের মাঝেই স্লুইসগেটে ফাটল! সংরক্ষিত এলাকায় বন্যার আশঙ্কা
যদিও এর আগেও জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড় গুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। জেলা ট্রাফিক পুলিশের অধীনে রয়েছে ওই সমস্ত ক্যামেরা। এবার গোটা মালদহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলিতে ক্যামেরাব বসানো হল সঠিক নজরদারি চালানোর জন্য।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 6:14 PM IST