Malda News: রেশনের চালে খেলা করছে পোকা, ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকেরা

Last Updated:

পোকাযুক্ত চাল দেওয়া হচ্ছে রেশনে। দুয়ারে রেশনে তুমুল বিক্ষোভ গ্রাহকদের।

নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ
নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ
মালদহ: চালের মধ্যে দৌড়াচ্ছে পোকা। বস্তা খুলতেই বেরিয়ে আসছে পোকা। রেশনের চালে এমন পোকা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ গ্রাহকদের। দুয়ারে সরকার শিবিরের প্রতিটি বস্তায় পোকা। রেশনে পোকা যুক্ত চাল দেওয়ার অভিযোগ তুলে ধনরাজ গ্রামে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও রেশনে পোকা চাল দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ডিলারের।
মালদহের মানিকচক ব্লকের ধনরাজ গ্রামে দুয়ারে রেশন শিবির হয়। এদিন গ্রাহকেরা শিবিরে চাল নেওয়া জন্য হাজির হয়। লক্ষ করেন রেশনের চালে পোকা। এমনকি নিন্মমানের চাল, খাবারের একে বারেই অযোগ্য। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকেরা।গ্রাহকদের অভিযোগ, প্রতিনিয়ত পোকাযুক্ত চাল দেওয়া হচ্ছে। সঙ্গে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে। ঘটনায় ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার দাবি স্থানীয় গ্রাহকদের।
advertisement
advertisement
গ্রাহক সুকুমার মহালদার বলেন, নিয়মিত পোকা ধরা চাল দিচ্ছে। এই চাল খেলে অসুস্থ হয়ে পড়বে সাধারণ মানুষ। আমরা ডিলারের বিরুদ্ধে তদন্ত চাই। ডিলার ফুল মোহাম্মদ বলেন, রেশনের চালে কোন পোকা নেই। নিম্নমানের কোন সামগ্রী দেওয়া হয় না। গ্রাহকদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। মানিকচকের ধনরাজ গ্রামের রেশন ডিলার ফুল মোহাম্মদ।
advertisement
বৃহস্পতিবার দুয়ারে রেশনের মাধ্যমে রেশন সামগ্রি প্রদান শুরু করতেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এরকম নিম্নমানের রেশন সামগ্রী প্রদান করছে ডিলার। প্রশাসন এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। মানিকচক পঞ্চায়েত সমিতি খাদ্য সরবরাহ দফতরের কর্মাধ্যক্ষ রাণী মন্ডল বলেন, গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: রেশনের চালে খেলা করছে পোকা, ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকেরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement