Train Stoppage Status: বিরাট খবর দিল রেল! অভয়পুর স্টেশনেও দাঁড়াবে দূরপাল্লার ট্রেন
- Reported by:HARASHIT SINGHA
- hyperlocal
Last Updated:
যাত্রীদের চাহিদা থাকায় পরীক্ষামূলকভাবে ট্রেনগুলির স্টপেজ দেওয়া শুরু করেছিল রেল, আপাতত সেই সিদ্ধান্ত বহাল। অভয়পুরে দাঁড়াবে দূরপাল্লার ট্রেন।
মালদহ: পরীক্ষামূলক স্টপেজ সফল হয়েছে। এবার থেকে নিয়মিত অভয়পুর স্টেশনে দাঁড়াবে দুটি দুরপাল্লার ট্রেন। গত কয়েকদিন ধরেই এই স্টেশনে দুটি ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হয়েছিল রেলের পক্ষ থেকে। অপরদিকে জামতারা স্টেশনে চারটি দূরপাল্লার ট্রেনের নিয়মিত স্টপেজ শুরু হচ্ছে। রেলের এই স্টেশনেও চারটি ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ দেওয়া হয়েছিল। সেগুলোও সফল হয়েছে।
রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই দুটি স্টেশনে ছয়টি ট্রেনের নিয়মিত স্টপেজ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, অভয়পুর স্টেশনে দাঁড়াবে১৪০০৩/১৪০০৪ মালদহ টাউন-নতুন দিল্লি-মালদহ টাউন এক্সপ্রেস এবং ১৫৬৪৮/১৫৬৪৭ গুয়াহাটি-লোকমান্য তিলক-গুয়াহাটি এক্সপ্রেস। অপরদিকে জামতারা স্টেশনে দাঁড়াবে ১৩১৮৫/১৩১৮৬ শিয়ালদহ-জয়নগর-শিয়ালদহ এক্সপ্রেস।
advertisement
advertisement
পাটনা – পুরী এক্সপ্রেস,১৩২৮৭/১৩২৮৮ দুর্গ – রাজেন্দ্র নগর – দুর্গ এক্সপ্রেস এবং ১৮১৮১/১৮১৮২ টাটানগর এক্সপ্রেস। রেলের পক্ষ থেকে ছয়টি ট্রেনের পরীক্ষামূলক স্টপেজ দেওয়া শুরু হয়েছিল এই দুটি স্টেশনে। যাত্রীদের মধ্যে চাহিদা থাকায় রেলের এমন উদ্যোগ। পরীক্ষামূলক স্টপেজ শুরু করায় যাত্রী যেমন ট্রেনগুলোতে হচ্ছে পাশাপাশি ট্রেনগুলির যাতায়াতে কোন সমস্যা হচ্ছে না সময়ের। তাই রেলের পক্ষ থেকে আগামী দিনেও ট্রেনগুলিকে এই দুইটি স্টেশনে স্টপেজ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2023 4:42 PM IST