Vande Bharat Express: উৎসবের মাঝেই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বিরাট খবর দিল রেল! জানলে আনন্দে লাফাবেন
- Reported by:HARASHIT SINGHA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Vande Bharat Express: পূর্ব রেলওয়ে দীপাবলি উৎসব মরশুমে বন্দে ভারত ভ্রমণের অভিজ্ঞতার জন্য যাত্রীদের প্রয়োজনে সাড়া দিচ্ছে।
মালদহ: বুধবারেও চলবে বন্দে ভারত এক্সপ্রেস। পুজোর মরশুমে যাত্রীদের সুবিধার্থে এমন উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। ছট পুজো পর্যন্ত হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস নিয়মিত চলাচল করবে। পুজোর মরশুমে দ্রুত গতির এই ট্রেন পছন্দের পর্যটকদের। চাহিদা বাড়ায় রেলের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত। যাত্রীরা অনেক কম সময়ে, সাশ্রয়ী মূল্যে এই ট্রেনে ভ্রমণ করতে পারছেন। পূর্ব রেলওয়ে দীপাবলি উৎসব মরশুমে বন্দে ভারত ভ্রমণের অভিজ্ঞতার জন্য যাত্রীদের প্রয়োজনে সাড়া দিচ্ছে।
ভাইফোঁটা, ছট উপলক্ষ্যে তাই এই ট্রেন নিয়মিত চলাচলের সিদ্ধান্ত। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ১৫ নভেম্বর, ২০২৩ এবং ২৯ নভেম্বর, ২৯২৩ এর মধ্যে প্রতি বুধবার হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করেছে। ০২৩০১ হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত স্পেশাল হাওড়া ছাড়বে ০৫.৫৫ টায়। নিউ জলপাইগুড়ি পৌঁছাতে ১৩.২৫ টায়। একই দিনে ০২৩০২ নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত স্পেশাল নিউ জলপাইগুড়ি ছাড়বে ১৫.০০ টায়। হাওড়া পৌঁছাতে ২২.৩৫ টায়। ট্রেনটি বোলপুর, মালদহ টাউন এবং বারসোই স্টেশনে উভয় দিকেই থামবে।
advertisement
advertisement
এই বিশেষ পরিষেবার লক্ষ্য হল দীপাবলি এবং ছট উৎসবের সময় দার্জিলিং এর মনোমুগ্ধকর পার্বত্য শহর অন্বেষণ করতে আগ্রহী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা সহজতর করা। বন্দে ভারত ট্রেনের আধুনিক সুযোগ-সুবিধা এবং স্বাতন্ত্র্যসূচক ডিজাইনের জন্য এর জনপ্রিয়তাকে স্বীকৃতি দিয়ে।
advertisement
ইস্টার্ন রেলওয়ে নিশ্চিত যে এই বিশেষ পরিষেবাটি একটি আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে। নিয়মিত হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বুধবার ছাড়া প্রতিদিন চলাচল করে। বুধবার বিশেষ পরিষেবা চালু করার মাধ্যমে, পূর্ব রেলওয়ে একটি অতিরিক্ত ৬৭৬৮ আসন তৈরি করবে, যা এই উৎসবের সময় যাত্রী সংখ্যা বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বস্তি প্রদান করবে।
advertisement
—– হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 13, 2023 4:40 PM IST









