Malda News: এলাকা পরিচ্ছন্ন রাখতে মোমবাতি হাতে শপথবাক্য পাঠ করালেন পুরপ্রধান

Last Updated:

মোমবাতি হাতে শহরবাসীকে শপথ বাক্য পাঠ করান পুরপ্রধান। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উপপুরপ্রধান সুমালা আগারওয়ালা, কাউন্সিলর দুলাল সরকার, চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্যরা।

+
title=

মালদহ: শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অভিনব উদ্যোগ ইংরেজবাজার পুরসভার। মোমবাতি হাতে শহর পরিচ্ছন্ন রাখার শপথ বাক্য পাঠ করালেন ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
শহরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এবং পুরসভার কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান পুরপ্রধান। মালদহের গুরুত্বপূর্ণ পুরসভা ইংরেজবাজারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি ব়্যালির‌ও আয়োজন করা হয়। এই ব়্যালির মাধ্যমে স্বচ্ছতা উৎসব পালন করা হয়। পুরসভার সামনে থেকে ব়্যালিটি বের হয়। সারা শহর ঘুরে পোস্ট অফিস মোড়ে শেষ হয়।
advertisement
advertisement
সেখানেই মোমবাতি হাতে শহরবাসীকে শপথ বাক্য পাঠ করান পুরপ্রধান। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উপপুরপ্রধান সুমালা আগারওয়ালা, কাউন্সিলর দুলাল সরকার, চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্যরা। নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলা সহ শহরকে পরিষ্কার রাখার জন্য যে নির্দেশিকা আছে তা মেনে চলার আবেদন জানানো হয় সকলকে। প্রতিটি বাড়িতে আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট বালতি দেওয়া হয়েছে। সেখানেই যেন আবর্জনা ফেলা হয়, সেই বার্তাও দেওয়া হয়।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: এলাকা পরিচ্ছন্ন রাখতে মোমবাতি হাতে শপথবাক্য পাঠ করালেন পুরপ্রধান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement