কোচবিহার: আবারও বড় সাফল্য বক্সিরহাট থানার পুলিশের। পাচার করার আগেই উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ মোট ৪৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে অসম-কোচবিহার সীমান্তের জোড়াই মোড়ে নাকা চেকিং শুরু করে পুলিশ। সেই সময় অসমের দিক থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে এই বিপুল পরিমাণ গাঁজা। গাড়ির চালক গোবিন্দ ঘোষকে (২৫) গ্রেফতার করে পুলিশ। জিতের বাড়ি ত্রিপুরার দলাই জেলায়। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা গাঁজার পরিমাণ ৪৪ কেজি। যার আনুমানিক বাজারমূল্য দেড় লক্ষ টাকারও বেশি। ধৃতের বিরুদ্ধে মাদক আইনের নির্দিষ্ট ধারায় মামলার রুজু করেছে পুলিশ। এই গাঁজা পাচারের ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখছে বক্সিরহাট থানার পুলিশ।
উল্লেখ্য বক্সিরহাট সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক পাচার, চোরাচালানের রমরমা। এই সমস্ত বেআইনি কাজ ঠেকাতে প্রশাসন সর্বদাই সতর্ক থাকে। তবুও তার ফাঁক গলে অপরাধীরা তাদের কারবার চালিয়ে যাওয়ার চেষ্টা করে।
সার্থক পণ্ডিত
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arrested, Cannabis, Coochbehar News, Ganja, Police