Bangla News: ৫০ হাজার টাকা বাপের বাড়ি থেকে না আনায় একী হল গৃহবধূর! ভয়াবহ শ্বশুরবাড়ি!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Written by:Trending Desk
Last Updated:
Bangla News: স্বামী ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। এদিকে পরিবারের লোকেরা যা করল গৃহবধূর সঙ্গে! শিউরে উঠবেন!
মালদহ: স্বামী ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। এদিকে পরিবারের লোকেরা অতিরিক্ত পণের দাবিতে গৃহবধূর উপর অত্যাচার করতে থাকে। বাবার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আনার জন্য চাপ দিতে থাকে। টাকা দিতে না পারায় গৃহবধূর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতে থাকে বলে অভিযোগ। এমনকি শ্বশুর সহ পরিবারের লোকেরা পিটিয়ে খুন করে বলে অভিযোগ।
অত্যাচারের ঘটনার দুই দিনের মাথায় চিকিৎসারত অবস্থায় মালদহ মেডিকেল কলেজে মৃত্যু হয় ওই গৃহবধুর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার এনায়েতপুর এলাকায় । মৃত গৃহবধুর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শ্বশুর, শাশুড়ি এবং দুই ননদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সাবিনা ইয়াসমিন (৩৪) । তার স্বামী নাসিমুল মোমিন দিল্লিতে দিন মজুরের কাজ করেন। বর্তমানে সেখানেই কর্মরত রয়েছে নাসিমুল। তাদের আট এবং চার বছরের দুই নাবালক ছেলেমেয়ে রয়েছে। মৃত গৃহবধুর এক দিদি নুরশেদা বিবি জানিয়েছেন, তার বোনকে শ্বশুর বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল। সেই টাকা দিতে না পারায় , গত সোমবার শ্বশুর শাশুড়ি এবং দুই ননদ মিলে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। মাথায় আঘাত লাগে তার বোনের। এরপর রাতেই চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়। চিকিৎসারত অবস্থায় বুধবার সকালেই মৃত্যু হয় সাবিনা ইয়াসমিনের।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 7:36 PM IST