Malda News: মালদা টাউন স্টেশন পরিদর্শনের পর যাত্রী সুরক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ রেল কর্তার

Last Updated:

মালদহ টাউন স্টেশনের যাত্রী পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জয়দীপ গুপ্ত।

malda station
malda station
#মালদহ- মালদহ টাউন স্টেশনের যাত্রী পরিষেবার বিভিন্ন দিক খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জয়দ্বীপ গুপ্ত। বুধবার সন্ধ্যায় মালদহ টাউন স্টেশনের যাত্রী পরিষেবা, যাত্রী সুরক্ষা, সহ বিভিন্ন বিষয়গুলি পরিদর্শন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ মালদহ রেল ডিভিশনের ডিআরএম ও অন্যান্যকর্তা আধিকারিকেরা। যাত্রী প্রতীক্ষালয়, রেল স্টেশন চত্তরের ক্যান্টিন, রেল সুরক্ষা বাহিনীর সিসিটিভি নজরদারি সহ বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখেন।
চলতি বছর রেল সপ্তাহ উপলক্ষে বেস্ট স্টেশন মেনটেনন্স অ্যাওয়ার্ড পেয়েছে মালদহ টাউন স্টেশন। যাত্রী সুরক্ষা সহ অন্যান্য পরিকাঠামো সুন্দর থাকায় পূর্ব রেলের সমস্ত স্টেশনকে পেছনে ফেলে মালদহ টাউন স্টেশন এই অ্যাওয়ার্ডটি পেয়েছে।
advertisement
এখনো মালদাহ টাউন স্টেশনে বেশ কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে  তবে সমস্যার কথাগুলি তিনি প্রকাশ্যে বলতে অস্বীকার করেন।  সেদিন টাউন স্টেশনের পরিদর্শনের পর সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, "মালদহ টাউন স্টেশনের সমস্ত কিছু পরিকাঠামো ঠিক রয়েছে। তবে কিছু সমস্যা রয়েছে যেগুলি আমি মালদাহ ডিভিশনের ডিআরএমকে জানিয়েছি। দ্রুত তিনি সেগুলি সুব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করবেন।"
advertisement
বুধবার সন্ধ্যায় কলকাতা থেকে মালদহে আসেন পূর্ব রেলের সাধারণ ম্যানেজার জয়দীপ গুপ্ত। এদিন মালদহ টাউন স্টেশন পরিদর্শন করতেই তিনি আসেন রেল আধিকারিকদের নিয়ে।  স্টেশনের শৌচাগার, স্টেশনে ভিতরে খাওয়ার দোকান, স্টেশনের ভিতরে সব রকম সুবিধার পাশাপাশি রেলের স্টেশনের ভিতর সিসিটিভি গুলিও খতিয়ে দেখেন। স্টেশনের ভিতরে আরপিএফের সিসিটিভির রুমে গিয়ে মনিটরের মাধ্যমে তিনি দেখে নেন  স্টেশনের ভিতরে ক্যামেরা গুলি ঠিক ঠাক কাজ করছে কিনা । পূর্ব রেলের সাধারণ ম্যানেজারের সাথে ছিলেন মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার , সিনিয়র ডিসিএম পবন কুমার, ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার , সহ রেলের উচ্চপদস্থ কর্তারা। রেলের সমস্ত দিক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: মালদা টাউন স্টেশন পরিদর্শনের পর যাত্রী সুরক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ রেল কর্তার
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement