মহেশতলায় উপনির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
Last Updated:
কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় শুরু হল উপনির্বাচন ৷ তৃণমূল বিধায়ক কস্তূরী দাসের মৃত্যু হওয়ায় ফের এই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ তবে ভোট শুরু হতেই দেখা দিয়েছে বিপত্তিও ৷ ১৬৭ ও ২০২ নং বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ওই দু’টি বুথে বন্ধ রয়েছে ভোটগ্রহণ ৷
#মহেশতলা: কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় শুরু হল উপনির্বাচন ৷ তৃণমূল বিধায়ক কস্তূরী দাসের মৃত্যু হওয়ায় ফের এই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ তবে ভোট শুরু হতেই দেখা দিয়েছে বিপত্তিও ৷ ১৬৭ ও ২০২ নং বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ওই দু’টি বুথে বন্ধ রয়েছে ভোটগ্রহণ ৷
গত বিধানসভা নির্বাচনে মহেশতলা কেন্দ্রে তৃণমূল পেয়েছিল ৯৩,৬৭৫ ভোট। সিপিএম পেয়েছিল ৮১,২২৩টি ও বিজেপি ১৪,৯০৯টি ভোট। এবার তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন কস্তূরী দাসের স্বামী দুলাল দাস ৷ উল্টোদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা সুজিত ঘোষ।
advertisement
Location :
First Published :
May 28, 2018 8:21 AM IST