# শিলিগুড়ি: করোনাকালে বন্ধ স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। তাই বলে কি পড়াশোনা থেমে থাকবে? না, একদল স্কুলপড়ুয়া এটা কখনওই হতে দেবে না। ওরা জানে পড়াশোনার গুরুত্ব। ওরা জানে একটা ভাইরাস আমাদের ভবিষ্যত নষ্ট করতে পারবে না। ওরা বিশ্বাস করে একদিন সব ঠিক হবে। তাই তো আশ্রমিক শিশুদের বিনামূল্যে শিক্ষার আলোয় আলোকিত করছে ওরা। ছোট ছোট হাত কিই বা করতে পারে? ওরা সবাই এই কথা যেন ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে। এক সপ্তাহ ধরে চলে আসা এই কর্মসূচি ছাড়াও এই ছাত্রছাত্রীদের দল রক্তদান, সমাজসেবার, স্যানিটাইজেশনের মতো বিভিন্ন কাজ করে চলেছে।স্টুডেন্টস সোসাইটি অফ শিলিগুড়ি নামক এই সংগঠন অন্যান্য সংস্থাগুলির থেকে একটু আলাদা। একটু অন্যরকম। শিশুদের পড়াশোনা থেকে নারীদের ঋতুস্রাবের সময়ে দরকারী প্যাড, সবকিছুই পৌঁছে দিতে উদ্যোগী সৌম্যদীপ, শিব শঙ্কররা। ওদের স্কুল বন্ধ, তবে পড়াশোনার পাশাপাশি এই কাজ রীতিমতো নজর কাড়ছে শহরবাসীর। আর এতেই অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নিজেদের সাধ্যমতো।
ভাস্কর চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Local news, News, Pandemic