Bengal News: অবহেলিত, সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে ভেঙে পড়ছে বীরেন্দ্রনাথ শাসমলের বসতবাড়ি

Last Updated:

কাঁথি একটি সংগঠন এদিন দেশপ্রেমের  জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এই জন্মদিনকে সরকারী ছুটি ও জীবনীকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা সহ জন্মভিটাকে সংরক্ষন করার জন্য আবেদন জানানো হয়েছে।

বীরেন্দ্র নাথ শাসমলের মূর্তি
বীরেন্দ্র নাথ শাসমলের মূর্তি
বীরেন্দ্রনাথ শাসমল (Birendranath Shasmal), মহান এই দেশনায়কের বসতবাড়ি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে ভেঙে পড়ছে। স্বাধীনতা সংগ্রামী (Bengal Freedom Fighter) এই মানুষটি বারবার ইংরেজ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। বৃটিশ বাহিনী দ্বারা অত্যাচারিত মানুষদের পাশে দাঁড়িয়েছে বীরেন্দ্রনাথ শাসমল। সাধারণ মানুষ তাঁকে ভালবেসে দেশপ্রাণ ও মেদিনীপুরের মুকুটবিহীন সম্রাট নামে আখ্যা দেয়। তাঁর তেজস্বিতা ভয় পেয়ে ইংরেজ সরকার তাঁকে ডাকত ব্ল্যাক বুল বা কালো ষাঁড় নামে। এই মহান মানুষটির বসতবাড়ি এখনও সংরক্ষিত হয়নি।
২৬ অক্টোবর ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের আপোষহীন সেনানী তথা অবিভক্ত মেদিনীপুর (Midnapore) জেলার মুকুটহীন সম্রাট দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ১৪১ তম জন্মদিন। ১৮৮১ সালের ২৬ অক্টোবর কাঁথি মহাকুমার চণ্ডীভেটীতে জন্মগ্রহণ করেন বীরেন্দ্রনাথ শাসমল। বীরযোদ্ধা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল জীবদ্দশায় ইংরেজদের কাছে কখনও মাথা নত করেননি। তাই তাঁর ইচ্ছানুসারে মৃত্যুর পর চিতায় মরদেহকে দাঁড় করিয়ে দাহ করা। দুর্ভাগ্য, চণ্ডীভেটি গ্রামে তাঁর জন্মভিটা এখনও সংরক্ষণের উদ্যোগ নেই। বীরেন্দ্র নাথ শাসমলের জন্মভিটে অবহেলিত। বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে দেশপ্রাণ বীরেন্দ্র নাথ শাসমলকে।
advertisement
advertisement
বৃটিশ শক্তির বিরুদ্ধে বার বার রুখে দাঁড়িয়েছেন বীরেন্দ্র নাথ শাসমল (Birendranath Shasmal)। বৃটিশের রক্তচক্ষু ম্লান হয়ে গিয়েছে তাঁর তেজ দীপ্তির কাছে। ১৯২৩ সালে মেদিনীপুর ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি। প্রতি পদে পদে বৃটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করছেন। সব কিছু বাধা অতিক্রম করে রাস্তাঘাট, নলকূপ নির্মাণ, পুকুর খনন ও স্কুল স্থাপন করেছিলেন। কিন্তু প্রশাসনের উদাসীনতায় দেশপ্রাণ বীরেন্দ্র নাথ শাসমলের কাঁথি মহকুমার চণ্ডীভেটী গ্রামে তাঁর বসতবাড়ি সংরক্ষণের উদ্যোগ নেই। অবহেলা ও সংরক্ষণের অভাবে ক্রমশ জরাজীর্ণ হয়ে ভগ্নপ্রায়। চন্ডীভেটি গ্রামের বাসিন্দারা অভিযোগ জানিয়েছে প্রশাসনের বিরুদ্ধে।
advertisement
গ্রামবাসীদের (Bengal News) অভিযোগ প্রশাসন উদ্যোগী হলে মহান এই দেশপ্রাণের জন্মভিটে ও বসতবাড়ি এভাবে অনাদরে অবহেলায় ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হত না। চণ্ডীভেটী গ্রামের মানুষের আরও আক্ষেপ, কাঁথি মহাকুমার একটি ব্লকের নাম দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল হলেও এই মহান মানুষের স্মরণে প্রশাসন আর কিছুই করেনি। সংরক্ষণ করেনি তাঁর বসত বাড়ি, ফলে তা ভেঙে পড়ে যাচ্ছে। স্থানীয় ইতিহাস আলোচনা ও মেদিনীপুর ইন এর সম্পাদক অরিন্দম জানিয়েছেন, "বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে মহান এই দেশের নায়ককে। দেশপ্রাণ বীরেন্দ্র শাসমলের গুরুত্ব কতখানি অপরিসীম তা বর্তমান প্রজন্মের কাছে অজানা হয়ে আছে। বর্তমান প্রজন্মের কাছে যেসব প্রাণীর কাহিনী তুলে ধরতে তার বসতবাড়ি সংরক্ষণ করি একটি সংগ্রহশালা নির্মাণের করা উচিত।"
advertisement
কাঁথির একটি সংগঠন এদিন তাঁর (Birendranath Shasmal) জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। এই জন্মদিনকে সরকারী ছুটি ও জীবনীকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা সহ জন্মভিটাকে সংরক্ষণ করার জন্য আবেদন জানানো হয়েছে। মৎস্যমন্ত্রী অখিল গিরি, সেচমন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র, রাজ্য সরকারের মুখ্য সচিব ও হেরিটেজ কর্তৃপক্ষকে জানানো হয় কাঁথি মহাকুমার চণ্ডীভেটীতে বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটা ও বসত বাড়ি সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal News: অবহেলিত, সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে ভেঙে পড়ছে বীরেন্দ্রনাথ শাসমলের বসতবাড়ি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement