রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়ির পানীয় জল সরবরাহকারী ২০০ বছরের প্রাচীন টিউবওয়েল চুরি
- Published by:Piya Banerjee
Last Updated:
রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ এর বাড়ি জন্য পানীয় জল সরবাহকারী টিউবওয়েল চুরি করে নিয়ে গেল চোরের দল
হলদিয়া: রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ এর বাড়ি জন্য পানীয় জল সরবাহকারী টিউবওয়েল চুরি করে নিয়ে গেল চোরের দল। ২১ জুলাই রাতে কে বা কারা চুরি করে নিয়ে গেছে টিউবওয়েল পাম্পটি। ২০০ বছরের প্রাচীন এই টিউবওয়েল পাম্প চুরির ঘটনায় আড়োলন পড়েছে হলদিয়ায়।
হলদিয়া ব্লকের চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের ডালিম চক গ্রামে ২০০ বছরের প্রাচীন টিউবয়েল চুরি হয়। ব্রিটিশ আমলে বসানো হয়েছিল এই টিউবওয়েল পাম্পটি। পূর্বে পরিচিত কলাতলা মোড়ে বসানো হয়েছিল। একসময় পনেরো থেকে কুড়ি টি গ্রামের মানুষ এই টিউবয়েল থেকে জল নিতে আসতো। জল জন্য লাইন পড়ে যেত। সেই সময় মাটির মাটির কলসিতে জল ভরার চল ছিল। তাই জল নেওয়ার সময় কলসি ভেঙে গেলে নতুন কলসি মিলতো কলতলায় থাকা একটি কুমরের বাড়ি থেকে।
advertisement
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ ১৯৫৩ সালে অখন্ড মেদিনীপুরের সুতাহাটা বিধানসভার অন্তর্গত বাড় বাসুদেবপুর গ্রামে প্রায় ৮৭ বিঘা জমি ক্রয় করে তিনি কৃষি, মৎস্য চাষ, বিজ্ঞানাগার, লোকশিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি সেই সময় এখানে বেশ কিছুদিন বসবাস করে। এখানে বসবাস করার সময় তাঁর বাড়িতে জল সরবরাহ হতো এই টিউবওয়েল পাম্প থেকে। যদিও তখন তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন না।
advertisement
advertisement
অবিভক্ত সুতাহাটা বিধানসভায় মোট পাঁচটি টিউবওয়েল বসেছিল ইংরেজ সরকার। একটি সুতাহাটা থানার সামনে, একটি মনোহর পুর গ্রামে, একটি দেভোগ গ্রামে ত্রিপাঠীদের বাড়ির সামনে অপর আরেকটি বড়ঘাসিপুর এলাকায় এবং অপরটি এই কলতলায়, যেখান থেকে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িতে জল সরবরাহ করা হতো। এই ঐতিহ্যবাহী টিউবওয়েল পাম্পটি চুরি হওয়ায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
advertisement
আঞ্চলিক ইতিহাস চর্চাকারী স্থানীয় বাসিন্দা দুর্গাপদ মিশ্র ঐ ঐতিহ্য পূর্ণ টিউবওয়েল পাম্পটি চুরির ঘটনার প্রকৃত তদন্তের স্বার্থে হলদিয়ার ভবানীপুর থানায় এফআইআর করেছেন। তিনি দাবি করেছেন ওই ঐতিহ্যবাহী জায়গায় নতুন করে টিউবওয়েল পাম্প বসানো হোক।
Saikat Shee
view commentsLocation :
First Published :
July 24, 2021 8:19 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়ির পানীয় জল সরবরাহকারী ২০০ বছরের প্রাচীন টিউবওয়েল চুরি