#পূর্ব বর্ধমান : দুষ্কৃতীদের দৌরাত্ম বেড়েছে পূর্ব বর্ধমান জেলায় (East Bardhaman News)। পুলিশের কাছে বড় মাথাব্যাথা হয়ে দাঁড়িয়েছে এলাকার ভাড়াটিয়া নিয়ে। ভিন রাজ্য বা জেলা থেকে এসে বাড়ি ভাড়া নিচ্ছেন বহু মানুষ। যার মধ্যে অনেকেই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। বাড়িভাড়া নিয়ে সহজেই অপরাধ করে তারপরে ভাড়া বাড়ি ছেড়ে চম্পট দিচ্ছে দুস্কৃতিরা, এমনই অভিযোগ আসছে পুলিশের কাছে। এই ঘটনায় চরম সমস্যায় জেলা পুলিশ আধিকারিকরা। অনেক বাড়ি মালিক তাদের বাড়ি ভাড়া দিলেও, ভাড়াটিয়াদের কোনো তথ্য পঞ্চায়েত, পুরনিগম বা পুলিশ প্রশাসনের কাছে কোনো নথিপত্র জমা দিচ্ছে না। এর ফলে দুস্কৃতিরা অপরাধমূলক কাজ করার পরে সহজেই গা ঢাকা দিয়ে দিচ্ছে। তাই এবার বাড়ির মালিকদের নিয়ে বৈঠক করল পুলিশ আধিকারিকরা। বুদবুদ থানার পুলিশ বৈঠক করল বাড়ির মালিকদের সঙ্গে।
বুদবুদ থানার এলাকায়, বাড়ি ভাড়া নিয়ে দুস্কৃতিদের অপরাধমূলক কাজ ঘটিয়ে পালানোর চেষ্টা বন্ধ করতে, এলাকার সমস্ত বাড়ির মালিকদের নিয়ে বুদবুদ থানার সামনে বৈঠক করল বুদবুদ থানার পুলিশ (East Bardhaman News)। বুদবুদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ সেকেন্দার আলম জানান, বাড়ির মালিকদের বলা হয়েছে ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়াদের সম্বন্ধে বিশদ নথি নিয়ে তা বুদবুদ থানায় জমা দিতে হবে। তিনি জানান, এর ফলে পুলিশ সেই নথি যাচাই করে দেখবে যারা ভাড়া থাকছেন, তাদের মধ্যে কোনো দুস্কৃতি এলাকায় ভাড়া থাকছে কিনা। বুদবুদ থানার পুলিশের দাবি, বাড়ির মালিকেরা যদি পুলিশের নির্দেশ মতো সাহায্য করেন তবে বহু অপরাধ রুখে দেওয়া সম্ভব হবে অপরাধ ঘটার আগেই।
উল্লেখ্য, কিছুদিন আগেই এক ভুয়ো সেনা অফিসারের পরিচয় দিয়ে এক ব্যক্তি ভাড়া থাকতে শুরু করেন। মহিলাদের বিভিন্ন জায়গায় কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের কাজে নেমেছিল সেই ব্যক্তি (East Bardhaman News)। পরে সেনা কর্তাদের হাতে ধরা পড়ে এই ভুয়ো সেনা অফিসার। সব মিলিয়ে পুলিশের এই উদ্যোগে খুশি হয়েছেন বুদবুদের বাড়ির মালিকরা। বাড়ির মালিকদের আশা, এইবার অপরাধমূলক কাজ কিছুটা হলেও কমবে। আর সাধারণ মানুষও নিশ্চিন্ত হতে পারবে।
Malobika Biswasনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Budbud, East Bardhaman, Miscreants