Duare Sarkar | Lakshmi Bhandar| লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপের লম্বা লাইনে মহিলারা ! মানা হচ্ছে না কোভিড বিধি

Last Updated:

Duare Sarkar | Lakshmi Bhandar| রাজ্যের প্রতিটি জেলায় দুয়ারে সরকার (duare sarkar) শিবির চলছে। সেইমতো পূর্ব বর্ধমানের চলছে দুয়ারে সরকার শিবির।

#পূর্ব বর্ধমান: বাড়ির মহিলারা এখন ব্যস্ত ফর্ম ফিলাপে। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের (Lakhsmi Bhandar) জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে বাড়ির কাজ ফেলে শিবিরে হাজির পূর্ব বর্ধমানের মহিলারা। অনেকে আবার সংসারের কাজ দ্রুত শেষ করে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পড়ছেন ফর্ম ফিলাপের জন্য। লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাড়ির মহিলারা। যার ফলে স্বাস্থ্যবিধি (corona virus)  শিকেয় উঠেছে। মানা হচ্ছে না দূরত্ব বিধি। বিশৃঙ্খলা ও দেখা দিয়েছে কোথাও কোথাও। অনেক মহিলা অসুস্থ হয়ে পরেছেন।
রাজ্যের প্রতিটি জেলায় দুয়ারে সরকার (duare sarkar)  শিবির চলছে। সেইমতো পূর্ব বর্ধমানের চলছে দুয়ারে সরকার শিবির। শিবিরে কাজ হচ্ছে অনেক। তবে এসব কিছুকে ছাপিয়ে গিয়েছে লক্ষীর ভান্ডার। লক্ষীর ভান্ডার প্রকল্পের লাইন অন্যান্য লাইনকে টেক্কা দিচ্ছে। এখন শিবিরে বেশিরভাগ ভিড়টাই বাড়ির মহিলাদের। জেলার বেশ কিছু জায়গায় শিবিরে বসেছে মহিলাদের আড্ডাও। অনেকেই বাড়ির কাজ সেরে ফুরসত পান না আড্ডা দেওয়ার। সেই সব মহিলার লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ করতে এসে বসাচ্ছেন আড্ডার আসর। কোথাও আবার লক্ষ্য করা গিয়েছে মহিলাদের মধ্যে  হুড়োহুড়ি যার ফলে আহত হয়েছেন অনেকেই।
advertisement
এরই মধ্যে পূর্বস্থলীর শ্রীরামপুরে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। স্থানীয় স্কুলের ক্যাম্পে রাত থেকেই লম্বা লাইন দেন কয়েক হাজার মহিলা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। অবস্থা সামাল দিতে মাইকে প্রচার চলে। দূরত্ব বিধি ছিল না।অনেকেরই মুখে মাস্ক দেখা যায় নি। পুলিশের তরফে বিলি হয় মাস্ক। তবে হুস ফেরেনি কারও। তারপরও হুড়োহুড়ি করতে দেখা গেছে অনেক মহিলাকে।
advertisement
advertisement
নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন। বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। নির্বাচনের ফল প্রকাশের পর চালু হয় লক্ষীর ভাণ্ডার প্রকল্প। ফলে মহিলাদের মধ্যে অনেকগুণ জনপ্রিয় হয়েছে প্রকল্প। তাই প্রকল্প চালুর দিন থেকে জেলার প্রতিটি শিবিরের ভিড় জমিয়েছিলেন মহিলারা। প্রকল্প চালুর বেশ কিছুদিন কেটে গেলেও ভিড়ে ভাটা পড়েনি এখনও। কার্যত মহিলারা নিজেদের কাজ ফেলে রেখে তড়িঘড়ি সেরে ফেলছেন ফর্ম ফিলাপ। উল্লেখ্য এর আগেও রাজ্য সরকারের তরফে বেশ কিছু প্রকল্প চালু হয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে রেশন, দুয়ারে সরকার ইত্যাদি। সুবিধা পাচ্ছেন সাধারন মানুষ। রাজ্য  সরকারের প্রকল্প গুলি সারা ফেলেছে আমজনতার মধ্যে।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/Local News/
Duare Sarkar | Lakshmi Bhandar| লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিলাপের লম্বা লাইনে মহিলারা ! মানা হচ্ছে না কোভিড বিধি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement