East Bardhaman News: রাস্তার ধারের পরিত্যক্ত কুয়োতে পরে গেল ষাঁড়

Last Updated:

কুড়িছা গ্রামের পরিত্যক্ত কুয়োতে পড়ে গেল ষাঁড়। উদ্ধার করল কালনা দমকল বিভাগের আধিকারিকরা

+
title=

#পূর্ব বর্ধমান: রাস্তার ধারে রয়েছে পরিত্যক্ত কুয়ো। বিপজ্জনকভাবেই খোলা অবস্থায় রয়েছে সেই কুয়ো। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় কোনও দুর্ঘটনা। তবে হেলদোল নেই কারও। পাশেই খেলাধুলো করে ছোটো ছোটো বাচ্চারা। দুর্ঘটনার কবলে পড়তে পারে সেই সব ছোটো বাচ্চাগুলিও। এসবের মধ্যেই এদিন ঘটে গেল এক ঘটনা। পূর্ব বর্ধমান জেলার কালনার কুড়িছা গ্রামের পরিত্যক্ত কুয়োতে পড়ে গেল ষাঁড়। অসাবধানতায় পরিত্যক্ত কুয়োয় পড়ে গেল ষাঁড়টি। উদ্ধারকাজে কালনা দমকল বিভাগের আধিকারিকরা পাশাপাশি এল জেসিবি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় একটি গরু বাঁধা ছিল, এমন সময় একটি ষাঁড় এসে হাজির হলে ষাঁড়টি অসাবধানতাবশত ওই পরিত্যক্ত কুয়োর মধ্যে পড়ে যায়। এরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়রা ষাঁড়টিকে উদ্ধার করতে না পারায় খবর দেওয়া হয় কালনা দমকল বিভাগে। এরপর কর্মীরা গিয়ে উপস্থিত হয়ে জেসিবির সাহায্যে ষাঁড়টিকে তোলার কাজ শুরু করে। অবশেষে তোলা সম্ভব হয় ষাঁড়টিকে। ষাঁড়টি চোখে দেখতে পায় না বলে জানা গিয়েছে।
advertisement
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কুয়োটি পরিত্যক্ত অবস্থায় পরে আছে। মুখ খোলা অবস্থায় রয়েছে কুয়োটি। এই রাস্তা দিয়েই এলাকার মানুষজন যাতায়াত করে। ছোটো ছেলে মেয়েরা খেলে। ফলে এই পরিত্যক্ত কুয়ো খুবই বিপজ্জনক। আজ ষাঁড় পড়েছে, কাল মানুষ পড়বে। ফলে দ্রুত এই কুয়োর মুখ বন্ধ করার দাবি জানান তাঁরা। যদিও কুয়োর বেশিরভাগ অংশই ভেঙ্গে দেওয়া হয় এদিন।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/Local News/
East Bardhaman News: রাস্তার ধারের পরিত্যক্ত কুয়োতে পরে গেল ষাঁড়
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement