North 24 Parganas News- মিষ্টির দোকানে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা
Last Updated:
অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখার পাশাপাশি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার মিষ্টির দোকানে ব্যবহার করার অভিযোগ
#উত্তর ২৪ পরগনা: গৃহস্থের রান্নার গ্যাস সিলিন্ডার বেআইনিভাবে মজুত করে, তা বাণিজ্যিক কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে মিষ্টি ব্যবসায়ীর বিরুদ্ধে।এমনই অভিযোগ পেয়ে বারাসতের ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি মিষ্টি কারখানায় হানা দেয় উত্তর ২৪ পরগনা জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সঙ্গে স্থানীয় থানার পুলিশ। কারখানা থেকে বেআইনি ১৪টি ডোমেস্টিক সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয় বলে খবর জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে। তবে,মিষ্টির দোকানের দুই মালিক গোবিন্দ ঘোষ এবং অভিজিৎ ঘোষ ঘটনার পর থেকেই পলাতক। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। মিষ্টি কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেছেন জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। যদিও, এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে কেউই মুখ খুলতে চাননি।
জানা গেছে, ঐ মিষ্টির দোকানে বহুদিন ধরেই ঘরের রান্নার গ্যাস সিলিন্ডার মজুদ করার অভিযোগ জানানো হচ্ছিল। সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল, কোনভাবেই বাণিজ্যিক কাজের জন্য গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা যাবে না। বাণিজ্যিক কাজে ব্যবহৃত হবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। যেগুলো সাধারণ সিলিন্ডারের থেকে বেশ অনেকটাই বড়। ভর্তুকিযুক্ত গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে ব্যবসা করায় আইন অমান্য করেছে অভিযুক্ত ওই মিষ্টি ব্যবসায়ীরা। এমনই অভিযোগে এদিন ঐ মিষ্টির দোকানে আচমকা হানা দেয় পুলিশ। মিষ্টির দোকানের মিষ্টি তৈরির প্রণালী দেখে অসন্তোষ দেখা গেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে আদৌ তৈরি হচ্ছিল না মিষ্টি। এমনকি দুধে ভেজাল দেওয়া হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। আগামী দিনে কেউ যাতে এমন ধরনের অপকর্ম করতে না পারে তার জন্য বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
Location :
First Published :
March 17, 2022 8:36 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
North 24 Parganas News- মিষ্টির দোকানে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা