Murshidabad: অতিমারী কাটিয়ে খড়গ্রামে উদ্বোধন রোলেক্স সার্কাস

Last Updated:

অতিমারী কাটিয়ে খড়গ্রামে উদ্বোধন হল রোলেক্স সার্কাসের, ভিড় দর্শকদের 

+
খড়গ্রামের

খড়গ্রামের নগরে চলছে রোলেক্স সার্কাসের, ভিড় দর্শকদের 

কৌশিক অধিকারীঃ খড়গ্রামঃ কোভিড মহামারীতে বদলে গিয়েছিল চেনা জীবনের ছন্দ। দীর্ঘ দু' বছর ঘর বন্দী ছিলাম আমরা। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই আবার সার্কাসের রিং মুখি হলেন মুর্শিদাবাদ জেলাবাসী। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর পীরতলা দীঘির পাড়ে রোলেক্স সার্কাসের উদ্বোধন হল । ফিতে কেটে উদ্বোধন করেন খড়গ্রামের বিডিও বাপী ধর । এছাড়াও উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশিষ মার্জিত, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সামশের আলি মোমিন, খড়গ্রাম ব্লক তৃণমূল যুব সভাপতি জ্যোতির্ময় মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা। দীর্ঘ দুই বছর পরে মানুষের মনোরঞ্জনের কথা মাথায় রেখে এই সার্কাসের উদ্বোধন করা হল। সার্কাস দেখতে প্রথম দিনেই ভিড় করেছিলেন বহু দর্শক। শুধু দর্শক নয় জীবিকায় ফিরলেন জোকার থেকে ম্যাজিসিয়ান সকলেই। এক মাস ধরে দর্শকদের আনন্দ দান করবে এই সার্কাস, এমনটাই জানালেন উদ্যোক্তারা। খড়গ্রামের বিডিও বাপী ধর বলেন, গত বছর একটি মেলা বন্ধ করা হয় কোভিড মহামারী পরিস্থিতির কারণে। তবে এখন মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে এই সার্কাস চালু হল। সার্কাসের ইতিহাস বহু পুরোনো। নতুন প্রজন্মের কাছে সার্কাস সম্বন্ধে বার্তা যাবে বলে ভালো লাগছে। আশিষ মার্জিত জানিয়েছেন, আমরা খুব খুশি আমাদের এলাকায় দীর্ঘদিন পর এই সার্কাসের আয়োজন করা হয়েছে। ধন্যবাদ জানান উদ্যোক্তাদের। এলাকার সাধারণ মানুষের মনোরঞ্জন কথা মাথায় রেখে কোভিড পরবর্তীতে, আয়োজন করা হল সার্কাসের।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Murshidabad: অতিমারী কাটিয়ে খড়গ্রামে উদ্বোধন রোলেক্স সার্কাস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement