Howrah- লকডাউনে স্কুলছুটদের স্কুলে ফেরাতে ডোমজুড়ে ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষকরা

Last Updated:

হাওড়ার ডোমজুড়ের রাজাপুর দক্ষিণবাড়ী হাইস্কুলের শিক্ষকরাও চেষ্টা করছেন লকডাউনের জেরে স্কুলছুটদের ফের স্কুলমুখী করতে।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#হাওড়া- করোনা ভাইরাসের আগমনে দীর্ঘদিনব্যাপী লকডাউনের জেরে দেশজুড়ে একলাফে অনেকটাই বেড়েছে বেকারত্বের সংখ্যা । ঠিক তেমনই রাজ্যজুড়ে প্রায় ২০ মাস স্কুলগুলি বন্ধ থাকায় বেড়েছে স্কুল ছুটের সংখ্যাও । আর্থিক অনটনে জর্জরিত হয়ে বহু বাবা - মায়েরাই বাধ্য হয়ে তাদের ছেলেদের অন্য জেলায় বা ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছেন কাজে । মেয়েদের ক্ষেত্রে অনেকেরই বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে । শহরের চেয়ে গ্রামের দিকেই এই প্রথা বেশি লক্ষ্য করা গেছে। জাতীয় স্তরে বেশ কয়েকটি পরিসংখ্যানেও সেই তথ্যই উঠে এসেছে ।
অবশেষে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৬ ই নভেম্বর থেকে খুলে গেছে রাজ্যের স্কুলগুলি। তাই সেই স্কুলের সমস্ত স্কুলছুট ছাত্র ছাত্রীদের অবিলম্বে স্কুলে ফেরাতে উদ্যোগ নিচ্ছেন স্কুলের শিক্ষক , শিক্ষিকারা ।
হাওড়ার ডোমজুড়ের রাজাপুর দক্ষিণবাড়ী হাইস্কুলের শিক্ষকরাও চেষ্টা করছেন লকডাউনের জেরে স্কুলছুটদের ফের স্কুলমুখী করতে। লকডাউনের আগে আশপাশের চকহরি , মহিষনালা , জাবতাপোতা , রাজাপুর , দক্ষিণবাড়ির মতো বেশ কয়েকটি গ্রাম থেকে বহু ছাত্রছাত্রী ওই স্কুলে পড়তে আসতো । কিন্তু স্কুল খোলার পর সেই সংখ্যাটি নেমে গেছে অনেক নীচে । এর কারণ খুঁজতে ওই স্কুলেরই সহ শিক্ষক সুজয় বর ও বিকাশ মাখাল ছাত্র - ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে দেখতে পান স্কুলছুট ছাত্রদের বেশিরভাগই অন্য রাজ্যে পরিযায়ীর কাজে পারি দিয়েছে । আর মেয়েদের অনেকেরই এই জেলায় ও পাশের জেলাগুলিতে বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু সেইসব ছাত্র - ছাত্রীদের ফের স্কুলে পাঠানোর জন্য তাদের মা - বাবাদের বোঝাচ্ছেন ওই স্কুলের শিক্ষক , শিক্ষিকারা ।
advertisement
advertisement
এই বিষয়ে সুজয়বাবু জানান, "জীবন জীবিকার জন্য আমাদের যেমন প্রতিদিনই কাজ করে খেতে হবে, ঠিক তেমনই বাঁচতে গেলে শিক্ষাও আমাদের কাছে সবচেয়ে জরুরি। কিন্তু এই অঞ্চল ও আশপাশের গ্রামগুলির আর্থ - সামাজিক অবস্থা অনেকটাই সঙ্গীন। পাশাপাশি করোনার জেরে কাজ হারিয়ে কপর্দকশুন্য হয়ে পড়েছেন বহু মানুষ। তাই বাধ্য হয়ে অনেক বাবা - মা ই তাদের সন্তানদের কাজে পাঠিয়ে দিয়েছেন  পাশাপাশি অনেক মেয়ের বাল্য বিবাহও হয়েছে এরই মধ্যে। স্কুল খোলা থাকলে বহু ছাত্র - ছাত্রীই স্কুলের টানে ও পড়ার টানে স্কুলে আসতো , পাশাপাশি সেখানে মিড ডে মিলও হত। ফলে এই প্রবণতা গুলিও কম হতো । " তবে স্কুল খোলার পর থেকে প্রতিনিয়ত সেইসব স্কুলছুট ছাত্র ছাত্রীদের ফের স্কুলে ফেরাতে বাড়ি বাড়ি গিয়ে তাদের বাবা - মায়েদের বোঝানোর পাশাপাশি , তাদের সাহায্যে সব রকম ব্যবস্থাই করা হচ্ছে বলেই জানান সুজয়বাবু ।
advertisement
Santanu Chakraborty
বাংলা খবর/ খবর/Local News/
Howrah- লকডাউনে স্কুলছুটদের স্কুলে ফেরাতে ডোমজুড়ে ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement