BJP-র সদর কার্যালয়ের কর্মসূচিতে গরহাজির রাজীব বন্দ্যোপাধ্যায়, বাড়ছে জল্পনা

Last Updated:

হাওড়ায় বিজেপির সদর অফিসের সামনে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির পুনর্স্থাপন হল এদিন বেলা ১১ টা নাগাদ ।

#হাওড়া: হাওড়ায় বিজেপির সদর অফিসের সামনে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির পুনর্স্থাপন হল এদিন বেলা ১১ টা নাগাদ । মূর্তি উন্মোচনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শ্রী অমিতাভ চক্রবর্তী । তার পাশাপাশি উপস্থিত ছিলেন রথীন চক্রবর্তী , সঞ্জয় সিং উমেশ রাইয়ের মত হাওড়া জেলার বিজেপির প্রথম সারির নেতারা।মূর্তি উন্মোচনের পর সদর অফিসের বাইরে অবস্থান বিক্ষোভেও সামিল হন বিজেপি নেতা কর্মীরা। তাদের দাবিগুলো ছিল খুব স্পষ্ট। ভোট পরবর্তী পরিস্থিতিতে যারা বিজেপির সদর অফিসে হামলা চালায় ও শ্যামাপ্রসাদের মূর্তিতে আঘাত করে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি, ভোটের ফলাফল ঘোষণার পর থেকে ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানো ও রাজ্যে অবিলম্বে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিও জানায় তারা।এদিন বিজেপির হাওড়া জেলা সভাপতি সুরজিত সাহা জানান, ভোট পরবর্তী সময় থেকে গোটা রাজ্যে এখনও ঘরছাড়া প্রায় ১০ হাজারেরও বেশি বি জে পি কর্মী।
হাওড়া জেলাতেও এরকম ঘরছাড়া রাজনৈতিক কর্মীর সংখ্যা ৮৪ জনের মতো। তাদেরকে অবিলম্বে ঘরে ফেরানোর দাবি জানান তিনি। পাশাপাশি যেভাবে বিজেপি সদর অফিসের উপর হামলা চালানো হয়েছে তারও প্রতিবাদ করেনতিনি।তিনি আরও জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বিজেপির কর্মীদের উপর অত্যাচারের জন্য বড়ো আকারের আন্দোলন এখনও করা হয়নি। তবে করোনা সংক্রমণ আরও কিছুটা কমলেই যে সরকারের বিরুদ্ধে আরও বড়ো আন্দোলনে নামবে বিজেপি এ কথারও ইঙ্গিত দিলেন জেলা ও রাজ্য বিজেপির নেতারা।শেষ কয়েকবারের মতো বিজেপির এই কার্যক্রমেও গড় হাজির রইলেন ২০২১ বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক মহলে চাপানউতোর।যদিও এই বিষয়ে কোনো প্রকার প্রতিক্রিয়া মেলেনি বিজেপির নেতাদের তরফ থেকে। তবে কি বিজেপি ছেড়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন কিন্তু আরও একবার প্রকট হলো, এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
advertisement
Santanu Chakraborty
advertisement
বাংলা খবর/ খবর/Local News/
BJP-র সদর কার্যালয়ের কর্মসূচিতে গরহাজির রাজীব বন্দ্যোপাধ্যায়, বাড়ছে জল্পনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement