হোম /খবর /হাওড়া /
১৫টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি! ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম বাগনানের শিক্ষকের

Howrah: ১৫টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পেয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম বাগনানের শিক্ষকের

photo source local news

photo source local news

Indian Book of Records| শুধু একটা বা দুটো নয় , মোট ১৫টি বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে (Indian Book of Records) নিজের নাম তুললেন হাওড়ার বাগনানের রঞ্জিত দাস (Ranjit das) ।

  • Share this:

 #হাওড়া:  শুধু একটা বা দুটো নয় , মোট  ১৫টি বিষয়ের উপর স্নাতকোত্তর  ডিগ্রি লাভ করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে (Indian Book of Records)  নিজের নাম তুললেন হাওড়ার বাগনানের রঞ্জিত দাস (Ranjit das) । বাগনানের টেঁপুর নবাসন অনন্তরাম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক তিনি ।

ইংরেজি , বাংলা , দর্শন , দূরশিক্ষাতত্ব, ইতিহাস , রাষ্ট্রবিজ্ঞান , জনপ্রশাসন , গ্রামোন্নয়ন, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ , গান্ধী এন্ড পিস স্টাডিজ, ডেভেলপমেন্টাল স্টাডিজ  মত মোট ১২ টি বিষয়ে এম.এ (M.A)ডিগ্রি রয়েছে তাঁর । এগুলির মধ্যে দুটি বিষয়ে স্বর্ণ - পদকও পেয়েছেন তিনি । এছাড়াও ইংরেজিতে এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন তিনি ।  ডিসটেন্স এডুকেশ ন সিস্টেমের উপর পি . এইচ. ডি ও করেছেন তিনি । পি জি ডি ডি ই এবং পি জি ডি এইচ ই- এই দুটো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন। এগুলির পাশাপাশি আরও একাধিক শিক্ষাগত ডিগ্রি অর্জন করেছেন তিনি। শুধু ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসেই নয় , পি . আই . টি . আই এবং ইন্ডিয়া'স ওয়ার্ল্ড রেকর্ডের (Indian Book of Records) তরফ থেকে ঘোষিত দেশের সবচেয়ে বেশি ডিগ্রিধারী মানুষের মধ্যে  রঞ্জিতবাবুর নাম আছে।

যদিও এতগুলি প্রাইজ পাওয়ার পর তিনি জানান , " ১৯৯৪ থেকে ২০২০ সালের মধ্যে এই ১৫ টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছি । এটা আমার কাছে একটা নেশার মতো । ডিগ্রি গুলি করার সময় কখনও ভাবিনি একদিন এগুলির জন্য এতগুলি প্রাইজ পাবো । " পাশাপাশি এর পিছনে তার সহধর্মিনীর অবদানকেও উল্লেখ করতে ভুললেন না  বছর ৫৬ -র এই শিক্ষক । চাকরি থেকে অবসরের পরও পড়াশোনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন বলে জানালেন তিনি ।

রঞ্জিতবাবুর এই কৃতিত্বকে সম্মান জানিয়ে তার হাতে সংবর্ধনা তুলে দিয়েছেন বাগনানের (bagnan) গ্রামীণ হাওড়া সংস্কৃতি চক্রের সদস্যরা । এই বিষয়ে সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসু জানান , " রঞ্জিতবাবু শুধু বাগনানেরই নয় সমগ্র হাওড়ার গর্ব । তার মত শিক্ষিত মানুষের সান্নিধ্যে আসতে পেরে আমরা বাগনান বাসীরা সত্যিই গর্বিত । "

শান্তনু চক্রবর্তী 

Published by:Piya Banerjee
First published:

Tags: Bagnan teacher, Howrah, India, India Book of Records