Howrah: ১৫টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পেয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম বাগনানের শিক্ষকের

Last Updated:

Indian Book of Records| শুধু একটা বা দুটো নয় , মোট ১৫টি বিষয়ের উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে (Indian Book of Records) নিজের নাম তুললেন হাওড়ার বাগনানের রঞ্জিত দাস (Ranjit das) ।

 #হাওড়া:  শুধু একটা বা দুটো নয় , মোট  ১৫টি বিষয়ের উপর স্নাতকোত্তর  ডিগ্রি লাভ করে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে (Indian Book of Records)  নিজের নাম তুললেন হাওড়ার বাগনানের রঞ্জিত দাস (Ranjit das) । বাগনানের টেঁপুর নবাসন অনন্তরাম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক তিনি ।
ইংরেজি , বাংলা , দর্শন , দূরশিক্ষাতত্ব, ইতিহাস , রাষ্ট্রবিজ্ঞান , জনপ্রশাসন , গ্রামোন্নয়ন, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ , গান্ধী এন্ড পিস স্টাডিজ, ডেভেলপমেন্টাল স্টাডিজ  মত মোট ১২ টি বিষয়ে এম.এ (M.A)ডিগ্রি রয়েছে তাঁর । এগুলির মধ্যে দুটি বিষয়ে স্বর্ণ - পদকও পেয়েছেন তিনি । এছাড়াও ইংরেজিতে এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন তিনি ।  ডিসটেন্স এডুকেশ ন সিস্টেমের উপর পি . এইচ. ডি ও করেছেন তিনি । পি জি ডি ডি ই এবং পি জি ডি এইচ ই- এই দুটো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন। এগুলির পাশাপাশি আরও একাধিক শিক্ষাগত ডিগ্রি অর্জন করেছেন তিনি। শুধু ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসেই নয় , পি . আই . টি . আই এবং ইন্ডিয়া'স ওয়ার্ল্ড রেকর্ডের (Indian Book of Records) তরফ থেকে ঘোষিত দেশের সবচেয়ে বেশি ডিগ্রিধারী মানুষের মধ্যে  রঞ্জিতবাবুর নাম আছে।
advertisement
যদিও এতগুলি প্রাইজ পাওয়ার পর তিনি জানান , " ১৯৯৪ থেকে ২০২০ সালের মধ্যে এই ১৫ টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছি । এটা আমার কাছে একটা নেশার মতো । ডিগ্রি গুলি করার সময় কখনও ভাবিনি একদিন এগুলির জন্য এতগুলি প্রাইজ পাবো । " পাশাপাশি এর পিছনে তার সহধর্মিনীর অবদানকেও উল্লেখ করতে ভুললেন না  বছর ৫৬ -র এই শিক্ষক । চাকরি থেকে অবসরের পরও পড়াশোনার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন বলে জানালেন তিনি ।
advertisement
advertisement
রঞ্জিতবাবুর এই কৃতিত্বকে সম্মান জানিয়ে তার হাতে সংবর্ধনা তুলে দিয়েছেন বাগনানের (bagnan) গ্রামীণ হাওড়া সংস্কৃতি চক্রের সদস্যরা । এই বিষয়ে সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসু জানান , " রঞ্জিতবাবু শুধু বাগনানেরই নয় সমগ্র হাওড়ার গর্ব । তার মত শিক্ষিত মানুষের সান্নিধ্যে আসতে পেরে আমরা বাগনান বাসীরা সত্যিই গর্বিত । "
শান্তনু চক্রবর্তী 
বাংলা খবর/ খবর/Local News/
Howrah: ১৫টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পেয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম বাগনানের শিক্ষকের
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement