করোনা সংক্রমনের গ্রাফ নিম্নমুখী হলেও এখনও শারীরিক দূরত্ববিধিতে জোর বিধায়ক মনোজ তিওয়ারির

Last Updated:

করোনা সংক্রমনের গ্রাফ নিম্নমুখী হলেও এখনও শারীরিক দূরত্ববিধিতে জোর বিধায়ক মনোজ তিওয়ারির

#হাওড়া: দীর্ঘ লকডাউনের জেরে রাজ্যের অন্যান্য জেলার মতোই ধীরে ধীরে কমতে শুরু করেছে কোরোনা সংক্রমণের হার হাওড়া জেলাতেও। একদাকে যেমন কমছে প্রতিদিন সংক্রমণের সংখ্যা, তোমনই সক্রিয় সংক্রমিতদেক সংখ্যাও প্রতিদিন কমছে। পাশাপাশি প্রতিদিন বেড়ে চলেছে  সুস্থ হওয়ার সংখ্যাটাও। তবে লকডাউনের পাশাপাশি মানুষজনকে কোরোনাবিধি যে এখনও আগের মতোই মেনে চলতে হবে তা বোঝাতে রীতিমতো পথে নামছেন হাওড়ার শিবপুরের জনপ্রতিনিধি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারী।
লকডাউনের আগে থেকেই তিনি অবশ্য এই নিয়ে নিয়মিত প্রচার চালিয়ে এসেছেন। তবে সেই সময়টা ছিল ভোটের প্রচার। ভোটের পরও নিজের সেই ভূমিকা যেভাবে পালন করে চলেছেন তাতে রীতিমতো সাড়া জাগিয়েছে স্থানীয় মানুষের মনে।রামনবমী ও ঈদউৎসবে এসেও তিনি সেখানকার সংগঠকদের ও সাধারণ বাসিন্দাদেরবারবার বুঝিয়েছেনসংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার ও সঠিক শারীরিক দূরত্ব বিধির প্রয়োজনীয়তা কতটা।বুধবার মনোজ তিওয়ারী হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রের একটিমহিলা সংগঠনের সেবামূলক অনুষ্ঠানে যোগ দেন। ওই সংগঠনের পক্ষথেকে বিতরণ করা হয়অক্সিজেন কনসেনট্রেটর।
advertisement
অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন, "যখনই একটু করোনার গ্রাফ কমতে থাকে তখনই আমরা মাস্ক পরাও সঠিক দূরত্ববিধি মানার ক্ষেত্রে ঢিলেমি দিয়ে দিই। আমরা ভাবি যে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা যথেষ্ঠ রয়েছেতাই আমাদের কোরোনা কোনও ক্ষতিকরতে পারবে না।আসলেআমরা তখন ভুলে যাই আমাদের বাড়ির লোকেদের কথা, পরিবার-পরিজনেদের কথা।"এদিন তিনি মনে করিয়ে দেন যেএই ভাইরাসবয়স্কদের ক্ষেত্রে কতটাক্ষতিকারক। তিনি অনুরোধ করে বলেন,বয়স্ক লোকেদেরকথা ভেবে সকলেই যেন মাস্ক ব্যবহার করেন এবং শারীরিক দূরত্ববিধি সমেত কোরোনারস্বাস্থ্যবিধিগুলি মেনে চলেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Local News/
করোনা সংক্রমনের গ্রাফ নিম্নমুখী হলেও এখনও শারীরিক দূরত্ববিধিতে জোর বিধায়ক মনোজ তিওয়ারির
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement