'ভুয়ো আমলা এখন ভুয়ো ভ্যাকসিন আর কত ?' শিলিগুড়িতে তৃণমূলকে তোপ দিলীপের

Last Updated:

'ভুয়ো আমলা এখন ভুয়ো ভ্যাকসিন আর কত ?' শিলিগুড়িতে তৃণমূলকে তোপ দিলীপের

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: ভুয়ো আইপিএস, আইএএস, ভ্যাকসিন নিয়ে উত্তেজনা চারিদিকে। ভীতি ছড়িয়েছে তীব্র। এরই মাঝে রাজনৈতিক মহলে শুরু হয়েছে কোন্দল, দোষারোপ ও বিড়ম্বনা।
তিনদিনের উত্তরবঙ্গ সফরের পর শিলিগুড়ির দলীয় কার্যালয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন। সেখানে সরাসরি রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন তিনি। রাজ্যে ভ্যাকসিন নিয়ে যে জালিয়াতির অভিযোগ উঠে এসেছে, তাতে রাজ্যের শাসক দল তৃণমূলের জড়িত থাকার অভিযোগ তোলেন।
\'তৃণমূলের সঙ্গে এই জালিয়াতির বিশেষ যোগ আছে\', বলেন দিলীপ ঘোষ। এর পাশাপাশি ভ্যাকসিন কাণ্ডে যে ব্যক্তির নাম উঠে এসেছে সেই দেবাঞ্জনের সাথে সরকারি আধিকারিকদের ছবি রয়েছে বলেও দাবি করেন তিনি।
advertisement
advertisement
দিলীপের দাবি, \'বিভিন্ন আইএএস এবং আইপিএস অফিসারদের সঙ্গে এমনকি শিলিগুড়ি পুলিশ কমিশনারেরর সঙ্গে দেবাঞ্জনের ছবি রয়েছে। স্থানীয় একাধিক নেতা নেত্রীদের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল। কিন্তু এখন সবাই মুখ লুকিয়ে সরে দাঁড়াচ্ছে।\'
ভ্যাকসিন নিয়ে অভিযোগ করেন, \'কেন্দ্রীয় সরকারের তরফে যে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তা বিভিন্ন জায়গায় টাকার পরিবর্তে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, তাঁদের সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।\'
advertisement
উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবী প্রসঙ্গে দিলীপবাবুর বক্তব্য, \'উত্তরবঙ্গের মানুষ বরাবর বঞ্চনার শিকার হয়েছেন। সেই জন্য সিপিএম থেকে তৃণমূল, তৃণমূল থেকে এখন বিজেপিকে ভোট দিয়ে উত্তরবঙ্গের মানুষ পদ্মশিবিরকে বেছে নিয়েছে। বঞ্চনার শিকার হয়েই এখানকার মানুষরা আলাদা রাজ্যের দাবী করছে। সেটাই বিজেপি প্রতিনিধিরা তুলে ধরছেন। তবে বিজেপি আলাদা রাজ্যের পক্ষে নয়।\'
advertisement
সম্প্রতি ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে সিবিআইকে চিঠি পাঠান বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। ইতিমধ্যে এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর জন্য প্রথম থেকে সোচ্চার বিজেপি। গত শুক্রবারও বিজেপি রাজ্য সভাপতি গলাতেও ভ্যাকসিন নিয়ে সিবিআই তদন্তের কথা শোনা গিয়েছিল। দিলীপবাবু তখনও বলেন, \'এই কাটমানির সঙ্গে ওখানকার মেয়রও জড়িত রয়েছেন বলে আমার মনে হয়। এরজন্য সিবিআই তদন্ত প্রয়োজন রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ গিনিপিগ নন।\' এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি লিখে ঘটনায় হস্তক্ষেপ চেয়েছে বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
বাংলা খবর/ খবর/Local News/
'ভুয়ো আমলা এখন ভুয়ো ভ্যাকসিন আর কত ?' শিলিগুড়িতে তৃণমূলকে তোপ দিলীপের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement