Bengal News| Birbhum: ৫১ সতীপীঠ স্মরণে ত্রয়োদশীতে কঙ্কালীতলায় ৫১ কুমারী পুজো

Last Updated:

৪৬ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে ত্রয়োদশীতে কঙ্কালীতলায় (Birbhum, Kankalitala) ৫১ কুমারী পূজোর আয়োজন করেন মন্দিরের পুরোহিত লাল বাবা।

৫১ সতীপীঠ স্মরণে ত্রয়োদশীতে কঙ্কালীতলায় ৫১ কুমারী পুজো
৫১ সতীপীঠ স্মরণে ত্রয়োদশীতে কঙ্কালীতলায় ৫১ কুমারী পুজো
#বীরভূম: আজ থেকে ৪৬ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপুজোর (Durga Puja) পর ত্রয়োদশীতে কঙ্কালীতলায় (Birbhum) ৫১ কুমারী পূজোর আয়োজন করেন মন্দিরের পুরোহিত লাল বাবা (বুদ্ধদেব চট্টোপাধ্যায়)। তারপর থেকে প্রতিবছর রীতি মেনে এই কঙ্কালীতলায় (Kankalitala, Birbhum) ত্রয়োদশীর দিন ৫১ কুমারী পুজো করা হয়ে থাকে। তবে চলতি বছর করোনা এবং নিম্নচাপ দুই বাধ সেধেছে এই কুমারী পুজোর ক্ষেত্রে। যদিও সমস্ত বাধা পেরিয়েই এই ৫১ কুমারী পুজোর আয়োজন করা হয়েছে।
এদিন ৫১ জন কুমারীকে পুজোর জন্য ভোর থেকে নাম লেখা শুরু হয়। এই কুমারী পুজোয় অংশগ্রহণ করতে পারে ৫ থেকে ১২ বছর পর্যন্ত কুমারীরা (Kumari Puja)। বেছে নেওয়া কুমারীদের প্রথমে কোপাই নদীতে স্নান করানো হয় এবং তারপর ঘট পুজো (Puja) ও ওই কুমারীদের লাল পাড় সাদা শাড়ি পরিয়ে পঞ্চবটি বটবৃক্ষের তলায় আনা হয়। এর পরেই শুরু হয় কুমারী পুজো। আবার এই ৫১ জন কুমারীর মধ্যে থেকে একজন কুমারীকে রাজকুমারী হিসাবে বেছে নেওয়া হয়।
advertisement
advertisement
কঙ্কালীতলায় (Bengal news, Birbhum) মায়ের স্বপ্নাদেশের শুরু হওয়া এই ৫১ কুমারী পুজোর মূল লক্ষ্য হল জগতের মঙ্গল কামনা। কঙ্কালীতলা হল সতীপীঠের শেষ সতীপীঠ। যে কারণে এই কঙ্কালীতলায় দুর্গাপুজোর পর ত্রয়োদশীর দিন ৫১ সতীপীঠকে (Satipith) স্মরণ করে প্রতিটি সতীপীঠের মায়ের নাম ধরে কুমারী পুজোর আয়োজন করা হয়। সমস্ত খণ্ডকে একত্রিত করে মায়ের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্দেশ্যেই এই পুজো, পূর্ণাঙ্গ রূপ দেওয়া সেই মায়ের সংকল্প করা এবং আরাধনা করা।
advertisement
কঙ্কালীতলায় (Kankalitala) এই ৫১ কুমারী পুজোর রীতি অনুসারে এক একজন কুমারীকে তিন বছর অর্থাৎ তিন বার পুজো করা হয়ে থাকে। তবে কোনও কুমারীর ১২ বছর বয়স পার হলে আর তাকে পুজো করা হয় না। প্রতিবছর এই কুমারী পুজোকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়ে থাকে। এর পাশাপাশি এদিন মেলা এবং ভক্তদের ভোগের আয়োজন করা হয়ে থাকে। চলতি বছরও কোভিড বিধি মেনে আয়োজনে কোনরকম খামতি রাখা হয়নি বলেই জানা যাচ্ছে মন্দির সূত্রে।
advertisement
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| Birbhum: ৫১ সতীপীঠ স্মরণে ত্রয়োদশীতে কঙ্কালীতলায় ৫১ কুমারী পুজো
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement