Safest Countries: আতঙ্কের আর এক নাম কাশ্মীর! চলতি বছরে নিশ্চিন্তে ভ্রমণ করতে চান? ঢুঁ মারুন ১০টি সুরক্ষিত দেশে

Last Updated:

Safest Countries: কারণ ভ্রমণ বা ঘুরে বেড়ানো মনকে আনন্দ দেওয়ার জন্যই। মনে আতঙ্ক-আশঙ্কা নিয়ে কখনওই ভ্রমণের আনন্দ উপভোগ করা যায় না।

News18
News18
গোটা বিশ্ব জুড়ে যেন এক অস্থিরতা। যুদ্ধ থেকে শুরু করে সন্ত্রাসবাদ-হিংসা – এই সবের জেরে চারিদিক যেন ত্রস্ত হয়ে উঠেছে। আজকাল কোথাও শান্তিতে কাটিয়ে আসার জন্য ভ্রমণের পরিকল্পনা করতেও যেন বুক কাঁপে। সম্প্রতি আচমকা জঙ্গিহানায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গের পহেলগাঁও। এখানকার বৈসরণ উপত্যকার সৌন্দর্য চাক্ষুষ করতে আসা ভ্রমণার্থীরা বুঝতেও পারেননি, তাঁদের সঙ্গে কী ঘটতে চলেছে! আচমকাই হানা দিয়ে গুলি চালিয়ে নির্বিচারে নিরীহ পর্যটকদের হত্যা করেছে জঙ্গিরা।
এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশ তথা গোটা বিশ্বকে। ভূস্বর্গ ভ্রমণের স্বপ্ন দেখা পর্যটকরা এখন বাতিল করছেন নিজেদের পরিকল্পনা। কারণ ভ্রমণ বা ঘুরে বেড়ানো মনকে আনন্দ দেওয়ার জন্যই। মনে আতঙ্ক-আশঙ্কা নিয়ে কখনওই ভ্রমণের আনন্দ উপভোগ করা যায় না। সেই কারণে সকলেই নিরাপদ জায়গায় ঘুরে বেড়াতেই বেশি পছন্দ করেন। তাই আজকের প্রতিবেদনে আমরা বিশ্বের নিরাপদতম ১০টি দেশের কথা বলব, যেখানে পর্যটকরা নিশ্চিন্তে নিরাপদে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন।
advertisement
advertisement
আইসল্যান্ড:
ভ্রমণের জন্য সবথেকে নিরাপদ ছবির মতো সাজানো সুন্দর এই দেশটি। এখানে তেমন কোনও ঝামেলা কিংবা দ্বন্দ্ব নেই।
আয়ারল্যান্ড:
এখানে অপরাধের হার অত্যন্ত কম। যার জেরে তা পর্যটকদের জন্য নিরাপদ জায়গা হয়ে উঠেছে।
advertisement
অস্ট্রিয়া:
অস্ট্রিয়ায় সামাজিক স্থিতিশীলতা দুর্দান্ত। আর এখানকার নিরাপত্তাও রয়েছে নিয়ন্ত্রণে।
নিউজিল্যান্ড:
নিরাপত্তার নিরিখে চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। সামাজিক নিরাপত্তা এবং সুরক্ষা এখানে প্রচণ্ড গুরুত্ব পায়।
সিঙ্গাপুর:
সিঙ্গাপুরে যে কোনও ভ্রমণার্থী নিশ্চিন্তে নিরাপদে ভ্রমণ করতে যেতে পারেন। কারণ বিশ্বের মধ্যে ডিজিটাল ভাবে সবথেকে নিরাপদ দেশ এটিই।
স্যুইৎজারল্যান্ড:
একেবারে রূপকথার মতো সুন্দর ইউরোপের এই দেশটিতে ভ্রমণ করা বোধহয় বিশ্বের বহু মানুষের স্বপ্ন। আর এখানে অপরাধের হারও বেশ কম। তাই এটি ভ্রমণের জন্য একেবারে আদর্শ।
advertisement
পোর্তুগাল:
মনে করা হয় যে, বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ এটি। সারা দুনিয়া থেকে ভ্রমণার্থীরা এই দেশের সৌন্দর্য উপভোগ করতে আসেন।
ডেনমার্ক:
ডেনমার্কের রাজনৈতিক ব্যবস্থা অত্যন্ত স্থিতিশীল। সেই কারণে এই দেশও বেশ শান্তিপূর্ণ। ফলে নিরাপদ দেশগুলির মধ্যে অষ্টম স্থানে রয়েছে ডেনমার্ক।
advertisement
স্লোভেনিয়া:
ইউরোপের সাজানো-গোছানো সুন্দর মনোরম স্লোভেনিয়ায় অপরাধের হার অত্যন্ত কম। আর এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যও পর্যটকদের মুগ্ধ করে।
মালয়েশিয়া:
ভ্রমণের জন্য নিরাপদ মালয়েশিয়াও। কারণ এখানে দ্বন্দ্ব, ঝামেলা সেভাবে নেই বললেই চলে। আর দেশের সৌন্দর্যও পর্যটকরা নিশ্চিন্তে উপভোগ করতে পারেন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Safest Countries: আতঙ্কের আর এক নাম কাশ্মীর! চলতি বছরে নিশ্চিন্তে ভ্রমণ করতে চান? ঢুঁ মারুন ১০টি সুরক্ষিত দেশে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement