Wristwatch Skin Infection in Summer: গরমে ঘড়ি পরছেন? সতর্ক থাকুন, একটি ছোট ভুলেই হতে পারে স্কিন ইনফেকশন, রক্ষা পেতে কী করবেন জানুন

Last Updated:

Wristwatch Skin Infection in Summer: ঘড়ি শুধু সময় দেখার জন্য নয়, এটি একটি স্টাইল স্টেটমেন্টও। তবে গরমকালে রিস্ট ওয়াচ পরলে ত্বকে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই সতর্ক না হলে হতে পারে বড় ক্ষতি...

গরমে ঘড়ি পরছেন? সতর্ক থাকুন, একটি ছোট ভুলেই হতে পারে স্কিন ইনফেকশন, রক্ষা পেতে কী করবেন জানুন
গরমে ঘড়ি পরছেন? সতর্ক থাকুন, একটি ছোট ভুলেই হতে পারে স্কিন ইনফেকশন, রক্ষা পেতে কী করবেন জানুন
রিস্ট ওয়াচ থেকে হতে পারে সংক্রমণ: আজকাল প্রায় সবাই মোবাইলেই সময় দেখে ফেলেন, তবুও হাতঘড়ির প্রতি আকর্ষণ কমেনি। বিশেষ করে স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। কিন্তু গরমের দিনে ঘড়ি পরা নিয়ে সাবধান না হলে ত্বকে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়।
ঘামের কারণে হতে পারে সমস্যা: ত্বক বিশেষজ্ঞ ডা. কোমল শ্রী বলেন, “রিস্ট ওয়াচ থেকে কনট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। এটি একধরনের ত্বকের সংক্রমণ যেখানে হাতের কব্জিতে র‍্যাশ, ফোস্কা, চুলকানি বা ফোলা দেখা যায়। গরমে ঘড়ি টাইট করে পরলে সেই জায়গায় বাতাস পৌঁছায় না এবং ঘাম জমে থাকে। ফলে ব্যাকটেরিয়া জন্ম নিয়ে ত্বকে সংক্রমণ তৈরি করে।”
advertisement
advertisement
নিকেল থেকেও হতে পারে অ্যালার্জি: ঘড়ির ডায়ালে সাধারণত নিকেল ধাতু থাকে। ডা. কোমল শ্রী জানান, “ঘামের সঙ্গে এই নিকেল ত্বকে মিশে গিয়ে নিকেল অ্যালার্জি তৈরি করতে পারে। এর ফলে হাতের কব্জিতে জ্বালা, ফোস্কা কিংবা ত্বক শুকিয়ে গিয়ে খোসা পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।”
advertisement
স্মার্ট ওয়াচের স্ট্র্যাপেও বিপদ: আজকাল অনেক স্মার্ট ওয়াচের স্ট্র্যাপ সিলিকন দিয়ে তৈরি হয়। এগুলো মজবুত হলেও স্কিন-ফ্রেন্ডলি নয়। কারও ত্বক যদি সংবেদনশীল হয়, তাহলে এই ধরনের স্ট্র্যাপে দ্রুত অ্যালার্জি বা ইনফেকশন হতে পারে। মেটাল এবং লেদারের স্ট্র্যাপও গরমে একই রকম ক্ষতি করতে পারে।
advertisement
সংক্রমণ থেকে বাঁচার উপায়: যেভাবে প্রতিদিন ঘাম ভেজা জামা-কাপড় ধুয়ে পরা হয়, সেভাবেই ঘড়ির স্ট্র্যাপ নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। গরমে ঘড়ি পরতে হলে কাপড়ের স্ট্র্যাপযুক্ত ঘড়ি ব্যবহার করা ভালো। অনেকেই ঘড়ি পরিষ্কার করেন না, ফলে এতে হাজার হাজার ব্যাকটেরিয়া জমে যায়। তাই ঘড়ির ডায়ালকে নিয়মিত স্যানিটাইজ করতে হবে।
ঘড়ি একটানা না পরে মাঝে মাঝে খুলে রাখতে হবে, যেন কবজিতে বাতাস লাগে। ঘামে ভেজা হাতে কখনও ঘড়ি পরা উচিত নয়। অনেকে জিম, দৌড় বা হাঁটার সময় স্মার্ট ওয়াচ পরেন, তবে ত্বক যদি সংবেদনশীল হয় তাহলে এমন কাজ এড়ানোই ভালো।
advertisement
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Wristwatch Skin Infection in Summer: গরমে ঘড়ি পরছেন? সতর্ক থাকুন, একটি ছোট ভুলেই হতে পারে স্কিন ইনফেকশন, রক্ষা পেতে কী করবেন জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement